করনোভাইরাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি
ওয়াশিংটন ডিসি : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও জনস্বাস্থ্যেরওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি কথা বিবেচনায় নিয়ে বুধবার বিকালে এই জরুরি অবস্থা জারি করেছেন ডিসি মেয়র মুরিয়েল বাউজার। ডিসি-তে এখন করনোভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০। ডিসি জনস্বাস্থ্যের পরিচালক ডঃ ল্যাকুয়ান্দ্রা নেসবিট বলেছেন, ডিসিতে ছয়টি নতুন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে এবং দিনে দিনে এই সংখ্যা বেড়েই চলেছে। বৃহত্তর ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় করনোভাইরাস রোগীর সংখ্যা ইতিমধ্যেই ৩৫ ছাড়িয়ে গেছে।