প্রবীর রঞ্জন মণ্ডল-এর দু’টি কবিতা
——————————————————-
ছায়াময়
জীবনের কোনো কোনো মুহূর্তে
বসে পড়ি আমরা ব্যয়িত সময়ের হিসেব নিকেশে
জানালার ওপার আকাশ জুড়ে
ভেসে ওঠে সমকাল মনের বায়োস্কোপে
বেড়ে ওঠা শৈশব,বাবা মা, ছায়াময় গাছ
রাতের বিছানায় ভাই বোন, দাদা দিদি
একসাথে একাঙ্গী বিছানার চাদ
হ্যারিকেনের দীপ জ্বালা আলোর রোশনাইয়ে
জেগে ওঠে সকলের সান্ধ্যপাঠ।
মাঠের পর মাঠ জুড়ে এসে যায় পৌষ
শান্তির ছায়া নামা সেইসব বর্নালী দিন——
হারিয়ে ফেলেছি সব
রঙিন আলো আর জীবনের মহাসন্ধিক্ষণে
এখন প্রাণপণে সেই ব্রাক্ষ্মমুহূর্তকে স্মরণ করি
যেখানে জেগে ওঠে আমার শৈশব কৈশোর যৌবন।
———————————————————————————-
ছন্দপতন মিটিয়ে
এক একটা হাঁসজীবন
গুগলি তোলা ডুব ফুঁড়ে
জলের তলদেশ ভেদ করে
আর খুঁজে আনে প্রাণের রসদ।
এমনই তো পরপার মেপে
কাটিয়ে দিচ্ছি নিরন্তর মুখ্য সময়
হেসে খেলে,গুগলি তুলে পরম আড্ডায়।
সময়ের চাকা ঘুরছে সময়ের নিয়মানুবর্তিতায়
তাল কাটতে তারকাঁটা মারছিনা এমন নয়!
মাঝে মাঝে ছন্দপতন মিটিয়ে নিয়ে
যাত্রীবাহী সকল যানবাহন ভিন্ন রাস্তা ঘুরলেও
একই সড়ক পথ ধরে মিশে যাবে
ওই কালের যাত্রাপথে একদিন।
এর বাইরে আমরা কোনো সম্প্রদায়ের মানুষ নই।