বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরঃ
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ সংক্রান্ত সমঝোতা
কুয়ালালামপুর, ১৩ জুলাই ২০২১ঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে আজ (১৩ জুলাই ২০২১) বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫এ। মালয়েশিয়ান সরকারের পক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরের (অর্থনীতি) মন্ত্রী দাতো শ্রী মোস্তফা মোহাম্মদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। এই ভার্চুয়াল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয়ই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উভয় মন্ত্রীগণই এই সমঝোতা স্মারকের স্বাক্ষরকে দুই পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু দেশের ৫০ বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ যাত্রায় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই এমওইউ স্বাক্ষর দুই দেশের বিরজমান দিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দান করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক/অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মিস হাজনাহ মোঃ হাশিম এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড এবং গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন (“পেট্রোবাংলা”) এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।
এই অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান, পেট্রোনাসের প্রতিনিধি, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দুই দেশের গনমাধ্যমের প্রতিনিধিগ্ণ ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
Bangladesh inks MoU with Malaysia on supplying of Liquefied Natural Gas (LNG) by Petronas/Global LNG
Kuala Lumpur, 13 July 2021: A Memorandum of Understanding (MoU) between Bangladesh and Malaysia in the field of co-operation in the supply of Liquefied Natural Gas (LNG) was inked virtually today (on 13 July 2021) at15:45 hrs Bangladesh time. Dato’ Sri Mustapa Mohamed, Minister in the Prime Minister’s Department (Economy) Malaysia signed the MoU on behalf of the Government of Malaysia while for the Government of Bangladesh it was signed by Mr. Nasrul Hamid, State Minister of the Ministry of Power, Energy & Mineral Resources of Bangladesh. During their speech, as respective Chief Guest, both the Ministers mentioned that signing of this MoU has marked an important milestone in the bilateral relations between the two trusted friends in their long journey of the 50 years of diplomatic relations. The Ministers hoped that signing of this MoU will augment our existing bilateral trade to a new height, including paving the way for the further commercial/economic engagement between the two friendly nations.
Bangladesh High Commissioner to Malaysia Md. Golam Sarwar, and High Commissioner of Malaysia to Bangladesh, Ms Haznah Md Hashim delivered the welcome speeches during the event.
Under this MoU PETRONAS LNG Ltd and Global LNG Sdn Bhd of Malaysia and Bangladesh Oil, Gas and Mineral Corporation (“PETROBANGLA”) of Bangladesh are the designated entities in supplying the LNG. Both sides are expected to sign a Commercial Contract soon, stipulating details of LNG supply under the guiding terms of the MoU.
Among others, the Chairman of Petrobangla, representatives of Petronas, Ministry of Power, Energy & Mineral Resources of Bangladesh and Economic Planning Unit of the Prime Minister’s Department of Malaysia, and officers of the Ministry of Foreign Affairs as well as High Commissions of both the countries were present during the signing. Moreover, representatives from the press and media of both countries were also present at this virtual event.
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান