Bangamata’s 91st Birth Anniversary Observed in Washington DC
Washington, DC, 08 August 2021. The Embassy of Bangladesh in Washington DC observed the 91st birth anniversary of Bangamata Sheikh Fazilatun Nesa Mujib, wife of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, in a befitting manner. The Embassy organised a programme at the Bangabandhu Auditorium on 08 August to commemorate the sacrifice and dedication of Bangamata for her family, country, and the nation.
Messages from the Hon’ble President and the Hon’ble Prime Minister on the occasion were read out by Economic Minister Mahdee Hasan and Defense Attache Brig Gen M Moinul Hasan, respectively.
Bangladesh Ambassador M. Shahidul Islam delivered a speech highlighting the commitment of Bangamata to her family, her influence in the life of Bangabandhu, and her behind-the-scene but pivotal role in determining the course of the history of Bangladesh. Ambassador Shahidul Islam also recalled her crucial role and support, which helped Bangabandhu to take some critical decisions that played the most significant role in the liberation struggle of Bangladesh.
A documentary on the life and works of Bangamata Sheikh Fazilatun Nesa Mujib was screened at the event. A special prayer was offered, seeking eternal peace for the souls of Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangamata Fazilatun Nesa Mujib, their family members, and others martyred on the fateful night of 15 August 1975.
ওয়াশিংটন ডিসিতে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
ওয়াশিংটন ডিসি, ০৮ আগস্ট ২০২১ | ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে। দিবসটি উপলক্ষে পরিবার, দেশ এবং জাতির জন্য বঙ্গমাতার আত্মত্যাগ স্মরণ করে ৮ আগস্ট দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মেহেদী হাসান এবং প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল এম মঈনুল হাসান।
রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম তার বক্তব্যে নিজ পরিবারের প্রতি বঙ্গমাতার অঙ্গীকার, বঙ্গবন্ধুর জীবনে তাঁর প্রভাব এবং বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণে পর্দার অন্তরালে থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত সহিদুল ইসলাম বাংলাদেশের মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বঙ্গবন্ধুর কিছু সিদ্ধান্ত গ্রহণে বঙ্গমাতা যেভাবে ভূমিকা রেখেছিলেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তাদের পরিবারের সদস্যবৃন্দসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নারকীয় হামলায় শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান