গরুচুরি ঠেকাতে…
উগান্ডায় গরুচুরি ঠেকাতে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের মোরোতো জেলায় দোকান বা ফুটপাত থেকে এখন থেকে কেউ আর পাঁচটির বেশি রুটি বা চাপাতি কিনতে পারবে না। কিন্তু এর সঙ্গে চুরি ঠেকানোর কী সম্পর্ক হয়তো অনেকের মনে এমন প্রশ্নই জাগবে।
পুলিশ ধারণা করছে, বাড়তি খাবার খাওয়ানো হচ্ছে গরুচোরদের। এ কারণে কেউ পাঁচটির বেশি চাপাতি কিনলেই তাকে আটক করছে পুলিশ।
মোরোতো জেলা উগান্ডার কারামোজা অঞ্চলভুক্ত। এ অঞ্চলের পুলিশের মুখপাত্র মাইকেল লংগোল বলেন, আমাদের কাছে তথ্য এসেছে, যারা বেশি চাপাতি কিনছেন, তারা জঙ্গলে লুকিয়ে থাকা অস্ত্রধারীদের কাছে নিয়ে যাচ্ছেন। গবাদিপশু চুরির সঙ্গে যুক্ত এসব লোকের খাবার সরবরাহ বন্ধ করে দিলে তারা বেরিয়ে আসবে এবং এবং তাদের কাছে থাকা অস্ত্র নিরাপত্তা বাহিনীর কাছে জমা দিতে বাধ্য হবে।
তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় শান্তিকর্মী মার্ক কোরিয়াং। তিনি বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ কাজে আসবে না। এসব অস্ত্রধারী চাপাতি না খেয়েও টিকে থাকতে সক্ষম হবে। স্থানীয় আরেক বাসিন্দা ইউআরএনকে বলেছেন, নিরাপত্তাহীনতা দূর করতে নিরাপত্তা কর্মকর্তাদের স্থানীয় লোকজনের সঙ্গে কাজ করা প্রয়োজন।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান