ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা
———————————————————————————

তোমার আবেগে:


প্রতিদিন দুপুরে বয়ে যায় হাওয়া একই


কেটে ফালা ফালা করে আমায় পুরনো ছুড়ি
আলো মানে মায়া, যার কোনো মতামত নেই
বেঁচে আছি আজও দেবতা তোমার আবেগেই।।
——————————————————————————–
রক্তমাখা শব্দ

অক্ষর আমাকে টেনে নিয়ে যায় ধোঁয়াশা মাখা পাহাড়ের কাছে, শরীরে বেড়ে ওঠে নদীর ক্ষত
আমি ও জাপটে ধরি রক্ত মাখা শব্দ
জানি তোমাদের চোখ নেই
তবু কবিতা আমাকে করেছে জব্দ।।

——————————————————————————-
খেলাঘর:

তোমার সারা শরীর জুড়ে বুনো গোলাপের গন্ধ
যেন ভাঙাচোরা গ্রাম কিংবা নদীখাত
আমার শরীর তখন মশাল রঙের মন্দির
তোমাকে পড়ে তোমাকেই লেখে অদৃশ্য হাত
হাতের ওপর হাত রাখা থাকে কথা নেই মুখে কারও
নিজেকে ভাগ করে দিয়েছি অর্ধেক
জীবনের সবটুকু দিতে চাই আরও
সমস্ত জঙ্গল নিঃঝুম, আবছা হয়ে আসে স্রোতের শব্দ
আমাদের খেলাঘর হয়ে ওঠে গ্যালাক্সি
স্বপ্ন অল্প অল্প।।
—————————————————————————-
আত্মগোপন:

কেউ তো জানতো না আমার বুক ভেঙে দেওয়া বিরহ জড়ানো যন্ত্রনার কথা, চেনে না রুক্ষ চুল তন্বী শ্যামা মেয়েটাকে, যার দুচোখে ছিল সহজিয়া বাউল গান
যা দেখে সম্মোহিত সকল পুরুষ স্তুতি করে
সে নিজেকে সরিয়ে রাখে সবার নাগাল থেকে দূরে
যদি ভালোবেসে ফেলে কেউ
তার চলার নিভৃত শব্দ শুনে।।
———————————————————————–
সংবাদটি শেয়ার করুন