ফ্রান্সে এমপির বাড়িতে টিকাবিরোধীদের হামলা
ফ্রান্সে করোনাভাইরাসের টিকার বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ক্ষমতাসীন এলআরইএম দলের একজন এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বৃহস্পতিবার এর নিন্দা জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।
মঙ্গলবার ও বুধবার রাতে প্যারিসের উত্তরে চ্যাম্বলি’তে এমপি প্যাসকাল বোইসের বাড়িতে ওই হামলা হয়। এ সময় ওই বাড়ির গ্যারেজে আগুন ধরিয়ে দেয়া হয়। পাশের ওয়ালে রঙ স্প্রে করে লেখা হয় ‘ভোট নো’ সহ বিভিন্ন রকম বাক্য। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৃহস্পতিবার টুইটারে বলেছেন, গণতন্ত্রে এমন ভীতিকর অপরাধী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান