ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ


জীবনযাপন

একটু নিঃশ্বাসের জন্য আরেকটু ভালোবাসা
আর একটু ভালোবাসার জন্য সবটুকু বিলিয়ে দেওয়া, সবটুকু দিয়ে গড়ে ওঠে আগোছালো জীবন
আর জীবনটুকু বাঁধা আছে মৃত্যুটুকুর জন্য
তোমার রক্তের মধ্যে নুনের মতন, আর অক্সিজেন টিউবে হাওয়ার মতন মিশে আছি আমি
আমার অভাব তো তোমার নেই
তুমি নুন আর হাওয়ার মতন আমায় নাও
আর একটু একটু করে জীবনটুকু  বেঁচে নাও।।

——————————————

আক্ষেপ

আমার প্রিয় কবির কবিতার সাথে সাক্ষাৎ ঘটে নি বহুদিন,

বহুদিন কাঁদিনি ওনার কবিতা পড়ে
গ্রীষ্ম আসে আমার বেল ফুলের গাছে
জমে ওঠে সন্ধ্যাতারা, রাত বাড়ে ওরা ঝলমল করে।।

———————————————

ভিজে গেল

গভীর রাতে বৃষ্টি এল
ভিজিয়ে দিল সারা ঘর
ভিজে গেল বইয়ের পাতা
সম্পর্কগুলো পরস্পর
জলের কণা গুঁড়ো গুঁড়ো
আগাগোড়া বৃষ্টি হোক
ভিজে গেল কবিতারা
ভিজে গেল দুঃখ শোক।।

————————————————

কথা দিলাম

ওই দেওয়ালের ছায়াটার মতন
আমি সর্বদা থেকে যাব,
আলো না জ্বেলেও দেখতে পাবে
ছায়ার মতন ছায়া ছায়া
দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকব
কেবল তোমার চোখের দিকে চেয়ে
কোথাও যাওয়ার নেই তাই
থেকে যাব চুপচাপ দেওয়ালের গায়ে
ছায়ার শরীর থেকে যাবে আঁধারে আলোতে ঠায়।।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

আপনার মতামত দিন
সংবাদটি শেয়ার করুন