চীনে ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের সবাই নিহত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।
চীনের ইস্টার্ন এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা ১২৩ জন যাত্রী এবং ৯ ক্রুর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
এ ঘটনায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়েছে৷
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন৷
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে চীনের ইস্টার্ন ফ্লাইট এমইউ ৫৭৩৫ বিমানটি কুনমিং শহর থেকে রওয়ানা করেছিলো। তবে সিডিউল অনুযায়ী বিমানটি গোয়ানজিতে পৌঁছতে পারেনি। এর আগেই গোয়ানজি এলাকার উঝউ শহরের কাছে গ্রামাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায়। সূত্র: ডয়েচে ভেলে
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান