ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে মা দিবস উদযাপন
ওয়াশিংটন, ডিসি, ৯ মে -বিশ্বের সকল মা বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাজ ও জাতির প্রতি তাদের মহান অবদান ও আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশ দূতাবাস রবিবার (৮ মে) মা দিবস উদযাপন করেছে।
এ উপলক্ষে বিকেলে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম বলেন, মায়েরা তাদের সকল দুঃখ-বেদনা ভুলে পরিবারের পাশাপাশি একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাষ্ট্রদূত ইসলাম বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ ও জাতির জন্য তাঁর অসামান্য অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা।
মিনিস্টার (কনস্যুলেট) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমানের সহধর্মিণী রোকেয়া আক্তার কাকলীও আলোচনায় অংশ নেন।
পরে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Bangladesh Embassy in Washington DC celebrates Mother’s Day
Washington, DC, 09 May 2022 – The Bangladesh Embassy in Washington D.C. celebrated the Mother’s Day on Sunday (May 8) by paying profound respect to all mothers of the world with particular mention to Bangamata Sheikh Fazilatunnesa Mujib, wife of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, for their great contributions and sacrifice for society and the nation.
On the occasion, a discussion meeting was organised at the Bangabandhu Auditorium of the Embassy in the afternoon.
Taking part in the discussion, Bangladesh Ambassador to the USA M Shahidul Islam said the mothers are playing an important role in building an enlightened society alongside their families by forgetting their all pains and sorrows.
Ambassador Islam paid deep homage to Bangamata Fazilatunnesa Mujib and recalled her outstanding contributions and sacrifice for society and the nation.
He said Bangamata was the source of inspirations for Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in the country’s all democratic movements, including independence struggle.
Rokeya Aktar Kakoli, wife of Minister (Consulate) Brigadier General Mohammad Habibur Rahman, also took part in the discussion.
Later, a documentary on the life and works of Bangamata was screened.
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান