ফিচার্ড বিনোদন

শাহরুখ খান কেন এখনো বলিউডের রাজা?

শাহরুখ-খান

বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান হিন্দি সিনেমায় তার অভিনয়ের ৩০ বছর পূর্ণ করলেন। তিরিশ বছর পরেও এখনও তিনি বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম আইকনদের একজন।  কেন বহু মানুষের আরাধ্য তারকা এই শাহরুখ খান?

চলচ্চিত্র শিল্পে শাহরুখ খানের দীর্ঘ দিন জনপ্রিয়তার তুঙ্গে থাকার পেছনে কারণ হয়ত ব্যাখ্যা করা সহজ। তার লাখ লাখ ভক্ত এই তারকার গুণে এতটাই মুগ্ধ এবং তাকে তারা এতটাই ভালবাসেন, যে এটা যে একটা অন্ধ তারকা-প্রেম হতে পারে- একথা তারা মানতে একেবারেই নারাজ।

 

কেন তার প্রতি ভক্তদের এই প্রেম?

তার ছবিগুলোর মতই – এর উত্তর তিনি রোমান্টিক ও আবেগপ্রবণ। ভারত এবং দক্ষিণ এশিয়া উপমহাদেশের সবচেয়ে ভাল দিকগুলোকেই তিনি সর্বদা তুলে ধরেছেন। দক্ষিণ এশিয়ার যা কিছু মহৎ – চলচ্চিত্রে তিনি তার মূর্ত প্রতীক ।

তিনি এমন একটা সমৃদ্ধ, বহুত্ববাদী ও মানবিক সমাজের চিত্র আমাদের কাছে তুলে ধরেছেন, যেখানে ধর্মের ফোঁসফোঁসানি নেই।

 

শাহরুখ খান ও ভারতীয় অর্থনীতি

লক্ষ লক্ষ ভারতীয় মনে করেন, অর্থনীতিতে ভারতের অগ্রযাত্রার সঙ্গে জড়িয়ে আছে শাহরুখ খানের নাম। দেশটির অর্থনৈতিক উত্থানের কাহিনির তিনি ‘পোস্টারচাইল্ড’।

বিশ্ব অর্থনীতির মানচিত্রে ভারত যখন স্থান করে নিচ্ছে ঠিক সেই সময়েই চলচ্চিত্রের রুপালি পর্দায় আবির্ভাব শাহরুখ খানের। যে সময়ে ভারত অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটছে, ঠিক সেই সময়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন শাহরুখ খান।

ভারতে বাজার সংস্কারের লক্ষ্যে নেয়া একের পর এক পদক্ষেপের অংশ হিসাবে টেলিযোগাযোগ খাতকে উন্মুক্ত করে দেয়া হয় বিদেশি বিনিয়োগের জন্য। এর ফলে নতুন নতুন মিডিয়া চ্যানেল ভারতে সম্প্রচারের অনুমতি পায়।

এই চ্যানেলগুলোতে সবসময় দেখানো হতো শাহরুখ খানের ছবি, তার গানের চিত্রায়ন এবং নানা সময় তার সাক্ষাৎকার। এই চ্যানেলগুলোর দৌলতেই তিনি পৌঁছে যান মানুষের ঘরে ঘরে। তার আগের যে কোন চলচ্চিত্র তারকার চেয়ে তিনি অনেক বেশি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন।

ভারতের অর্থনীতি আরও উদার হতে শুরু করলে নতুন নতুন সোডা-জাতীয় পানীয় এবং গাড়ি ভারতের বাজারে ঢুকতে শুরু করে। তারা শাহরুখ খানকে তাদের পণ্যের বিজ্ঞাপনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করে নেন। কারণ এই তারকার জনপ্রিয়তা তখন আকাশচুম্বী।

সেই অর্থে বলা যায়, দিল্লির এক সাধারণ পরিবারের সন্তান থেকে তারকাখ্যাতির শীর্ষে শাহরুখ খানের উল্কার গতিতে উঠে আসার রূপকথা কাহিনির সঙ্গে জড়িয়ে আছে ভারতের নব্য-উদারপন্থী অর্থনৈতিক সাফল্যের গল্পও।

 

সেক্সি ভাবমূর্তি

ভক্তদের কাছে কখনই তার ধর্মীয় পরিচয়টা বড় হয়ে ওঠেনি। তারা তাকে দেখেছেন জ্ঞানী, রসিক, সফল এবং ব্যাপকভাবে ‘সেক্সি’- যৌন আবেদনময় একজন পুরুষ হিসাবে।

শাহরুখ খানের স্ত্রী হিন্দু। শাহরুখ খান এবং তার মিশ্র-ধর্মের পরিবারের বিরুদ্ধে দক্ষিণপন্থীদের ন্যক্কারজনক আক্রমণ নিয়ে তার এক তরুণ ভক্ত সাক্ষাৎকারে বলেছেন: “তিনি অসাম্প্রদায়িক, আর তিনি কিন্তু দারুণ সেক্সি।”

 

রোমান্টিক সুপারহিরো শাহরুখ খান

সবচেয়ে বড় কথা হল, বলিউডের এই আইকন সবসময় মানব চরিত্রের নানা দুর্বলতার দিকগুলো ফুটিয়ে তুলেছেন।

দুর্বল প্রেমিক, দুর্বল নায়ক, দুর্বল স্বামী, দুর্বল এক মুসলিম, এবং এমনকি দুর্বল এক খলনায়কের চরিত্রে তার অসাধারণ অভিনয় আমরা দেখেছি। এইসব চরিত্রে তিনি তুলে এনেছেন মানুষের নানা দুর্বলতার দিকগুলো। আমরা দেখেছি এই চরিত্রগুলো নিজেকে নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে, এবং তাকে নিয়ে তার সহ-চরিত্রগুলোর মধ্যেও কীধরনের অস্বস্তি কাজ করছে।

রূপালি পর্দায় এই চরিত্রগুলোর মধ্যে নিরাপত্তার যে অভাবকে তিনি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন, তা তিন দশকে তার অভিজ্ঞতার ফসল। তার রূপায়িত এই চরিত্রগুলো প্রায়শই আবেগে ভরা নিঃসঙ্গ মানুষ- সম্পূর্ণভাবে ভালবাসা যার ভাগ্যে জোটেনি, কিন্তু ভালবাসার জন্য হাল ছাড়তে যিনি নারাজ- প্রেমের খোঁজে হন্যে হয়ে ঘোরা যিনি থামাতে চান না।

শাহরুখ খান দক্ষিণ এশিয়ার রোমান্টিক সুপারহিরো – তার চলচ্চিত্রগুলোতে যে ‘দেশি’ রোমান্স উঠে এসেছে, তার সঙ্গে একাত্ম হবার, নিজের জীবনে সেই প্রেমকে অনুভব করার স্বপ্ন দেখেন দক্ষিণ এশিয়ার বহু তরুণ তরুণী।

তথ্য থেকে দেখা গেছে, বলিউডে অন্যান্য পুরুষ স্টারদের অভিনীত চরিত্রগুলোর চেয়ে শাহরুখ খান অভিনীত চরিত্রগুলো বেশি নাড়া দিয়েছে নারীদের। কিন্তু শাহরুখের অভিনীত চরিত্রগুলো শুধু প্রথামাফিক নারী প্রেমিকার ভালবাসার কাঙাল নয়, তারা বাবার ভালবাসা, বন্ধুদের ভালবাসা এবং দেশের মানুষেরও ভালবাসা চেয়েছে।

তিন দশক ধরে অভিনয় করে যাওয়া এই সুপারস্টারের তিনটি বড় ছবি মুক্তি পাবে ২০২৩ সালে। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কিন্তু মুসলিম আইকনদের এবং তাদের তৈরি ছবিকে টার্গেট করে দক্ষিণপন্থী সামাজিক মাধ্যম যেভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তাতে অনেকে শঙ্কিতও।

ভারতের রাজনীতিতে যে গভীর বিভাজন তৈরি হয়েছে, তাতে কাহিনির মধ্যে দিয়ে সমাজের সকলের মুখে হাসি ফোটানোই এখন অভিনেতাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

সূত্রঃ বিবিসি বাংলা

এফএইচ/বিডি


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন