৩১ জুলাই ইতিহাসের পাতায় আজকের দিন
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজ ৩১ জুলাই ২০২১, রোববার। ১৬ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ – সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন।
১৭১৮ – ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টনের জন্ম।
১৭৩৬ – বিখ্যাত ফরাসী পদার্থবিদ চার্লস অগাষ্টিন কুলান জন্মগ্রহণ করেন।
১৮০৬ – বৃটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
১৮০৭ – লর্ড মিন্টো গবর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
১৮৩৫ – ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন জন্মগ্রহন করেন ।
১৮৫৬ – নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
১৮৭৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি এন্ড্রু জনসন মৃত্যুবরণ করেন।
১৮৭৫ – ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর জন্ম।
১৮৮০ – হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।
১৯০৮ – স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১১ – বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম।
১৯১৯ – এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
১৯২৭ – নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে খ্যাতনামা ফরাসী লেখক এ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মৃত্যবরণ করেন।
১৯৫৪ – ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
১৯৬৫ – ব্রিটিশ লেখক জে কে রাউলিং জন্মগ্রহণ করেন।
১৯৬৬ – মার্কিন টিভি অভিনেতা ডীন কেইন জন্মগ্রহন করেন। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন।
১৯৭১ – এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
১৯৭৩ – বাংলাদেশকে দক্ষিণ ভিয়েতনামের স্বীকৃতি।
১৯৭৮ – চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
১৯৭৮ – চীনে সেকসপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৮০ – ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন ।
১৯৯১ – সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
১৯৯২ – কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হন।
১৯৯২ – জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২০০৬ – কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
২০০৭ – বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
২০০৯ – ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন মৃত্যুবরণ করেন।
২০১২ – আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ জার্নাল
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান