দেশের সংবাদ

কমলগঞ্জে সারথী কথামৃত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

কমলগঞ্জে সারথী কথামৃত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের কমলগঞ্জে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে সারথী কথামৃত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ পৌর এলাকার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দূর্গাবাড়িতে বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারথী যুব সংঘ কর্তৃক আয়োজিত ১৩তম বর্ষ অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও জপযজ্ঞ মহোৎসব উপলক্ষে সারথী কথামৃত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দূর্গাবাড়ি পরিচালনা কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সদস্য নীলু পালের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, সাবেক কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সারথী যুব সংঘের যুগ্ন সাধারণ সম্পাদক ও সারথী কথামৃত বিশেষ ক্রোড়পত্রের সম্পাদক গৌতম বুদ্ধ পাল।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন