দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জের নন্দরানী চা বাগানে নারীর ক্ষমতায়নে  তথ্য আপার উঠান বৈঠক 

কমলগঞ্জের নন্দরানী চা বাগানে নারীর ক্ষমতায়নে  তথ্য আপার উঠান বৈঠক 
 
মৌলভীবাজারের কমলগঞ্জে নন্দরানী চা বাগানে নারীর ক্ষমতায়নে  তথ্য আপার উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। 
‘শেখ হাসিনার বারতা নারী -পুরুষ সমতা’ এই শ্লোগান সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে 
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে গৃহীত প্রকল্প (২য় পর্যায়ে) মহিলাদের ক্ষমতায়ন নিয়ে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ মার্চ)  সকালে অনুষ্ঠিত উঠান বৈঠকের আয়োজন করে কমলগঞ্জ উপজেলার তথ্য সেবা প্রদানকারী সংস্থা তথ্য আপা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তথ্য সেবা কর্মকর্তা স্বর্নালী সিনহা, তথ্য সেবা সহকারী আমিনা ইসালম মৌ, নিশা রানী দেব, অফিস সহায়ক বিশাল কানু, মাধবপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যা মালতি বোনার্জি প্রমুখ। 
বৈঠকে  সমাজে নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি, চাকরির আবেদন, ভর্তি পরীক্ষার ফরম পূরণসহ কৃষি,  স্বাস্থ্য,  ব্যাবসা ও মহিলাদের আইনী সহায়তার নানা দিক তুলে ধরা হয়। 
সংবাদটি শেয়ার করুন