শাহজালাল সুজন-এর ছড়া
স্মৃতিমাখা শৈশব
ছোট্ট বেলায় খেলার সাথী
করতাম মজা বেশ,
আজও মনে রয়ে গেছে
শৈশব স্মৃতির রেশ।
পড়ার ছলে হরেক খেলা
করতাম কত রোজ,
স্মৃতির পাতায় ভেসে ওঠে
মা রাখতো তাঁর খোঁজ।
খেলার মাঠে হৈ হুল্লোড়ে
সদাই চঞ্চল মন,
সারাটাদিন কেটে যেতো
আসতো সন্ধ্যা ক্ষণ।
খাতার পৃষ্ঠে নানান ছবি
আঁকতাম ফুল ও ফল,
সুযোগ পেলে ঘুড়ি হাতে
কখনো বা বল।
স্মৃতির আয়নায় প্রতিচ্ছবি
ভাসে খেলার মাঠ,
জীবন দেখি বয়সের ঢের
চুকে মনের পাট।
তারিখ- ১৬/০১/২০২৪
ফুলের সাথে কথা
রাতের গগন তারায় ভরা
জ্যোৎস্না মাখা চাঁদ,
চাঁদের আলোয় এই ধরাতে
পাতছে যেন ফাঁদ।
হাঁটছি আমি পথের বাঁকে
পাশে সবুজ বন,
মৃদু আলোর পরশ পেয়ে
নেচে ওঠে মন।
ছাতা মাথায় তালগাছ টাতে
ডাকে যেন কেউ,
আলো আঁধার সন্ধিক্ষণে
হঠাৎ দেখি ফেউ।
দিঘির জলে শালুক ভাসে
সাথে ঢেউয়ের ভাঁজ,
রক্তজবা পাশের ঝোপে
ধরছে বধূর সাজ।
রূপের নেশায় মত্ত হয়ে
পড়ি ছড়ার বই,
দিঘির জলে ফুলের কাছে
মনের কথা কই।
তারিখ- ১৪/০১/২০২৪