প্রবাসের সংবাদ ফিচার্ড

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Historic 7th March observed at Bangladesh Embassy in Washington: 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Ambassador Imran stresses massive publicity of Bangabandhu’s epic speech at home and abroad

Washington DC, 7th March, 2024-The Bangladesh Embassy in Washington D.C. observed the historic 7th March, commemorating Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’s landmark speech in 1971.

The fiery speech of Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest Bangalee of all time, on March 7 at a mammoth rally in the then “Race Course Maidan”, now Suhrawardy Udyan, inspired the freedom-loving Bangalees to fight and earn the long-cherished independence of Bangladesh in 1971.
The day’s program of the Embassy commenced with the formal hoisting of the National Flag by Bangladesh Ambassador to the United States Mr. Muhammad Imran on the Embassy premises in the morning. Officials and employees of the Mission were present on the occasion.

Later, the Ambassador placed a floral wreath at the bust of the Father of the Nation at the Bangabandhu Corner of the Mission in the presence of Embassy officials.

The messages issued on the occasion by Hon’ble President Mohammed Shahabuddin and Hon’ble Prime Minister Sheikh Hasina were read out by Minister (Commerce) Md Salim Reza and Counsellor (Political) Arifa Rahman Ruma.

Later, a video film on the historic 7th March speech of Bangabandhu was screened followed by a discussion highlighting the significance of the day.

Taking part in the discussion, Ambassador Imran paid deepest homage to Bangabandhu Sheikh Mujibur Rahman on the occasion of the historic 7th March and highlighted different aspects of his epic speech.

Terming the 7th March as the unforgettable day in the history of the Bengali nation, he said the time-winning speech of Bangabandhu awakened and inspired the freedom-loving people to participate in the war of liberation for independence.

He stressed the need for massive publicity of the historic 7th March speech at home and abroad to let the new generation know about the importance of the address and requested all concerned including expatriate Bangladeshis to play a role in this regard.

Ambassador Imran called upon all to work unitedly under the leadership of Prime Minister Sheikh Hasina to build a hunger-and-poverty-free happy and prosperous ‘Sonar Bangla’ (Golden Bengal), a lifetime dream of Bangabandhu.

First Secretary (Passport and Visa Wing) Muhammad Abdul Hye Milton also took part in the discussion and narrated the historic importance, political background of the 7th March speech, its recognition by the UNESCO, poetic value as well as significance before the present and future generations.

The day’s program ended with offering a special prayer seeking divine blessings for eternal peace of the departed soul of Bangabandhu as well as Bangladesh’s continued peace, progress and prosperity. Counsellor and Head of Chancery Shamima Yeasmin Smrite conducted the program.

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

দেশে-বিদেশে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণের ব্যাপক প্রচারের ওপর রাষ্ট্রদূত ইমরানের গুরুত্ব আরোপ

ওয়াশিংটন ডিসি, ৭ই মার্চ, ২০২৪ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

সকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতার আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করেন মিনিস্টার (কর্মাস) মোঃ সেলিম রেজা এবং কাউন্সিলর (পলিটিক্যাল) আরিফা রহমান রুমা। পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে পরে বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার মহাকাব্যিক ভাষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

৭ই মার্চকে বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন হিসেবে অভিহিত করে তিনি বলেন, বঙ্গবন্ধু’র এই কালজয়ী ভাষণ মুক্তিকামী জনতাকে 1971 সালে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছিল।

রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে দেশে-বিদেশে এর ব্যাপক প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ইমরান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান ।

ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা উইং) মুহাম্মদ আবদুল হাই মিলটনও আলোচনায় অংশ নেন এবং ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক গুরুত্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, ইউনেস্কো কর্তৃক এর স্বীকৃতি, ভাষণের কাব্যিক মূল্য এবং  বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের নিকট এর তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন।

বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এক বিশেষ  প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন