ফিচার্ড মত-মতান্তর

৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস ।।।।বিদ্যুৎ ভৌমিক

৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস ।।।।বিদ্যুৎ ভৌমিক

আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী-পুরুষ সকলের জন্য এক বৈষম্যহীন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে সারা বিশ্বেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৫ সালকে ‘নারী বর্ষ’ ঘোষণা করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সমঅধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজই হচ্ছে একটি আদর্শ সমাজ ব্যবস্থা। যদি সমাজে নারীরা পিছিয়ে থাকে তাহলে গোটা সমাজ ব্যবস্থার ওপরই তার নেতিবাচক প্রভাব পড়ে। The campaign theme of International Women’s Day for 2024 is “Inspire Inclusion” and the overarching theme is “Invest in women: Accelerate progress.” ২০২৪ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রচারাভিযানের থিম হল “নারীর অন্তর্ভুক্তি অনুপ্রাণিত করুন” এবং প্রধান থিম হল “নারীতে বিনিয়োগ করুন: নারীদের অগ্রগতি ত্বরান্বিত করুন।”

বিদ্রোহী ও সাম্যের কবি নজরুল ইসলান সত্যিই বলেছেন, “জগতের যা কিছু চির কল্যানকর অর্ধেক  তার করিয়াছে নারী , অর্ধেক তার নর ।“  নারীদের শ্রদ্ধা করে মানবপ্রেমিক অদৈতবেদান্তের মহাপ্রচারক স্বামী বিবেকানন্দ বলেছেন“ জগতের প্রত্যেক রমণী আমার জননী ।” প্রতিটি  জীবনে এক বা একাধিক নারী থাকে। সেটা হতে পারে মা, বোন, স্ত্রী। এটা মনে রাখতে হবে, নারী-পুরুষ কেউ কারও প্রতিপক্ষ তো নয়ই, বরং একে অপরের পরিপূরক, সহকর্মী ও সহযোদ্ধা। তাই  পুরুষ ও নারীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধসহ ভালবাসা খুবই  জরুরী যা পরিবারে ও সমাজে উন্নতির মাধ্যমে এগিয়ে চলার পথ মসৃন হয়। Love and respect are mutual and reciprocal. It is not one sided. আর সমাজে বাস করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধসহ নারী-পুরুষ উভয়েই সহযো গিতার হাত প্রসারিত করে  চলতে পারলে সবদিক দিয়ে উন্নতি করা সম্ভব। নারীকে বাদ দিয়ে একটি সুষম সমাজের কথা চিন্তা করা যায় না । নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে সম অধিকার ও সমঅংশিদারত্বের ভিত্তিতে সমাজ, দেশ ও বিশ্ব গড়ার সুচিন্তিত প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলার পথ আরও বেগবান ও মসৃন হবে -বিশ্ব নারী দিবসে এ হউক আমাদের প্রত্যাশা ও প্রার্থনা  । গৌরবোজ্জ্বল আন্তর্জাতিক নারী দিবসে  শ্রদ্ধাভালবাসাসহ সকল নারীর, সকল মাতৃমন্ডলীর ও সকল বোনদের মঙ্গল, উন্নতি ও কল্যান কামনা করছি। সবাইকে  প্রানভরা শুভেচ্ছা ও অভিনন্দন ।

বিদ্যুৎ ভৌমিক, কলামিষ্ট, লেখক ও সিবিএনএ’ এর  উপদেষ্টা- মন্ট্রিয়ল, ক্যানাডা।  ৭ মার্চ ২০২৪ খ্রী:

এসএস/সিএ

সংবাদটি শেয়ার করুন