অবিশ্বাস্য হলেও সত্য

চুল বেচে শিশুর দুধ কেনা : ফেঁসে গেলেন ছাত্রদল-শিবিরের সাবেক ৩ নেতা

বায়দুর রহমান অভি, ওমর ফারুক এবং রাজিব মাহমুদ

চুল বেচে শিশুর দুধ কেনা : ফেঁসে গেলেন ছাত্রদল-শিবিরের সাবেক ৩ নেতা ।।  ফেসবুকে এমন পোস্ট দু’দিন পূর্বেই দেওয়া হয়েছিলো। পোস্টটি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অবাক হলেও করার কিছুই ছিলোনা ইতোমধ্যে হাজার হাজার শেয়ার হয়ে যায়। বাংলাদেশে কেউ চুল বেচে দুধ কিনবে সেটা অবাক হবার মতোই ঘটনা! যেখানে কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে সেখানে চুল কিনবে? চুল দিয়ে কি করবে? তারপরেও মফস্বল শহর! চুল কাটতে হয়তো টাকা ব্যায় করতে হবে কিনতে নয়।    অবিশ্বাস্যই নয় শুধু অবাক হবার মতো ঘটনা।  ঠিক যেনো ১৯৭৪ সালে বাসন্তির জালপড়া ঘটনার মতো! সারা দেশেই এ নিয়ে মানুষের মনে মনে চলতে থাকে সন্দেহ।       সাভারে ‘চুল বেচে শিশুর দুধ কেনা’র মিথ্যা খবর প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রদল ও শিবির নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রাজিব ভূঁইয়া মিশু নামে ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সাভার থানার পরিদর্শক (অপারেশন) মো. জাকারিয়া হোসেন। মামলার আসামিরা হলেন- স্থানীয় সাপ্তাহিক ‘নিউজ গার্ডেন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক (৪০), রাজিব মাহমুদ (৩২) ও ওবায়দুর রহমান অভি (৫০)।

চুল বেচে শিশুর দুধ কেনা : ফেঁসে গেলেন ছাত্রদল-শিবিরের সাবেক ৩ নেতা গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে থানার পরিদর্শকবলেন তাদের মধ্যে একজন ফেসবুকে মিথ্যা পোস্ট দেন, অন্যরা এতে সহযোগিতা করেন বলে অভিযোগ।

মামলার বাদী রাজিব ভূঁইয়া মিশু জানান, ছাত্রদলের সাবেক দুই নেতা ও এক শিবির নেতা পরস্পরের যোগসাজশে এক নারীর চুল কাটার ঘটনায় মিথ্যা তথ্য প্রচার করেছিলেন। কেননা, ওই নারী মিশুর বাড়ির ভাড়াটিয়া, মাথায় খুশকি ও চুলকানির কারণে তিনি দেড় মাস আগে চুল কেটেছিলেন।

অথচ সরকারের ভাবমূর্তি ক্ষুুণ্ন করতে সে ঘটনাকে অতিরঞ্জিত করে ‘সেভ সাভার’ নামে ফেসবুক আইডিতে অ্যাডমিন রাজিব মাহমুদ একটি পোস্ট দিয়ে লিখেছেন- শিশুর দুধ কিনতে এক মায়ের মাথার চুল বিক্রি।

এর পর ওবায়দুর রহমান অভি ওই নারীকে খাদ্যসামগ্রী দিতে যান, যা ফেসবুকে লাইভ করেন ওমর ফারুক। মিথ্যা এ খবরটি পরে দেশের শীর্ষ প্রায় সব গণমাধ্যমেই গুরুত্ব দিয়ে প্রকাশিত ও প্রচারিত হয়।

পরিদর্শক জাকারিয়া হোসেন জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

উল্লেখ্য এভাবে সরকারের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা বানোয়াট, অবিশ্বাস্য এবং পুরোনো সংবাদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফেইক আইডি থেকে প্রচার করছে। আর অনেকেই না জেনে না বুঝে তা শেয়ার করছে, লাইক দিচ্ছে, কমেন্ট লিখছে।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন