সাহিত্য ও কবিতা

বহুরূপী করোনাকে অভিশাপ

বহুরূপী করোনাকে অভিশাপ
=====================

করোনা তোর, রূপের বাহার – দেখতে লাগে ভালো
ডাইনী তুমি, ভিতরটা তোর – এতই বুঝি কালো!
মানুষ তোমার, নাম শুনে আজ – কাপছে ভয়ে ডরে
কবে তুমি, পালিয়ে যাবে – এ ধরাধাম ছেড়ে?
লক্ষ লক্ষ মানুষ তুমি – করছো যে আক্রান্ত
আর কত দূর, এগিয়ে গেলে – হবে তুমি শান্ত?
বৃদ্ধ যুবক নির্বিশেষে – করছো যে সংহার
যাও না চলে , এবার তুুমি – শান্তি হোক ধরার।
এ পৃথিবীর, মানুষ আজি – হলো নিরুপায়
তোমার নিধন, হচ্ছে না আজ – বুলেট ও বোমায়।
দু’লক্ষ প্রাণ, কেড়ে নিলে – আজকে যখন তুমি
তোমাকে বধিবে জানো – দানব চুড়া মনি।
মহিষাসুর নামে আছে – রাক্ষস কূলের রাজন
চিক্কুর ও চামুর নামে তার – সেনাপতি দুইজন।
বাড়াবাড়ি করিস না গো – অদৃশ্য পিশাচি
রাক্ষস কূল লেলিয়ে দেব – আমি নারদ ঋষি।
মহিষাসুরের আছে জানো – যুদ্ধ অভিজ্ঞতা
মৃত্যু মুখে পড়বে তুমি – না হবে সখ্যতা।
পালিয়ে যা, পামর তুই – চলে যা কোন বনে
না হলে হারবে জানিস – দানব কূলের সনে।
মহাপরাক্রমশালী জঙ্গি – দৈত্যরাজ অসুর
যুদ্ধক্ষেত্রে প্রাণ সংহারে – করে না কসুর।
দেবর্ষি নারদ – আমার অভিশাপ অক্ষয়
ক্ষান্ত না হলে যে তোর – বিনাশ নিশ্চয়।

২৬/০৪/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন