কোটা-বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা ও বিশেষ প্রার্থনা
কোটা-বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে আজ ৩০ জুলাই ২০২৪ তারিখে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক একটি শোকসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব দেওয়ান হোসনে আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Condolence Meeting and Special Prayers in Remembrance of Victims of Violence and Terrorism in the Name of the Quota-Reform Movement
In memory of those who lost their lives due to violence, sabotage, arson, looting, and terrorist activities under the guise of the quota-reform movement, Bangladesh High Commission in Ottawa organized a condolence meeting and special prayers on 30 July 2024 at the High Commission Auditorium.
The event, presided over by Acting High Commissioner of Bangladesh in Canada Mr. Dewan Hosne Ayub, was attended by all officers and officials of the High Commission, as well as prominent members of the Bangladeshi-Canadian community.
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।