সদ্য প্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার মৃত্যুর পর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এখন সামনে আসছে, সেটি হলো ৩০ লাখ কোটি রুপি মূল্যমানের ব্যবসায়ী গোষ্ঠীর উত্তরসূরী কে হচ্ছেন। কারণ রতন টাটা ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেননি। ফলে সেই শূন্যস্থান নিয়ে এখন চলছে নানা জল্পনা।
৮৬ বছর বয়সে বুধবার মারা যান রতন টাটা। তার উত্তরাধিকার বেছে নিতে শুক্রবার টাটা ট্রাস্টগুলোর বোর্ড সভা হয়। সেই সভায় টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, রতন টাটার সৎভাই নোয়েল টাটা।
এতদিন রতন টাটার ছায়া হয়ে কাজ করেছেন নোয়েল টাটা। নোয়েল টাটা টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।
টাটা গ্রুপ অব কোম্পানিজের হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনসের ৬৬% নিয়ন্ত্রিত হয় টাটা ট্রাস্টের মাধ্যমে। এই ট্রাস্টের আওতায় রয়েছে স্যার রতন টাটা ট্রাস্টসহ সংশ্লিষ্ট ট্রাস্টসমূহ এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টসহ সংশ্লিষ্ট ট্রাস্টসমূহ।
বর্তমানে টাটা ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন ভেনু শ্রীনিবাসন, বিজয় সিং এবং মেহলি মিস্ত্রি।
সূত্র : ঢাকা ট্রিবিউন