ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমার ভাষা ।।। শীতল চট্টোপাধ্যায়

আমার ভাষা ।।। শীতল চট্টোপাধ্যায়



আমার ভাষা ভাত ফোটানো আগুন
পলাশ ডালে ফুল ফোটানো ফাগুন,
ভোর হয়ে রোজ আমার ভাষা এসে
জাগার ভাষায় বলে মানুষ জাগুন।

আমার ভাষায় রোজ ভোরাইয়ের ভাষা
বঙ্গ ঠোঁটের উচ্চারণে আসা,
বোবা হয়ে জীবন যেত থেকে
না পেলে সে ভাষার ভালোবাসা ।

রাখাল ছেলে ভাষায় গরু তাড়ায়
ফ্রক কিশোরী দেখার ভাষায় দাঁড়ায়,
কিশোরীর এই রাখাল ছেলে দেখা
ভাষা হয়ে প্রথম হৃদয় নাড়ায়।

মাটির ভাষা ফোটায় কুমোর চাকে
গড়া কাস্তেয় ভাষারই ধার থাকে,
একটা রাতের ভাষা শহীদ হ’লে
প্রতিবাদের মিছিল ভাষা আঁকে।

আমার ভাষা শহীদ স্মৃতি ভারে
আমার ভাষায়-ভাষাও জাগতে পারে,
ভাষা আমার বোধকে ডেকে-ডেকে
জুড়ে রাখে জীবন মানের তারে।

আমার ভাষার মুখটা আমার চেনা
আমার ভাষার আমিই ভাষা সেনা,
আমার ভাষা বুকের রক্ত দায়ে
বাংলা আমি ভাষায় ক’রে দেনা।


 

জগদ্দল , উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

 

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন