যুবক স্থূলকায় চেহারার। দুই বন্ধু মজার ছলে ‘মোটা’ বলে ক্ষেপিয়ে ছিল তাকে। তাতেই ক্ষেপে যান স্থূলকায় ওই যুবক। অভিযোগ, এরপর ২০ কিলোমিটার ধাওয়া করে দুই বন্ধুকে গুলি করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ মে তারাকুলহা দেবী মন্দিরে একটি অনুষ্ঠান ছিল। সেখানে কাকার সঙ্গে এসেছিলেন অর্জুন চৌহান। অনুষ্ঠানে ছিলেন তারই দুই বন্ধু অনিল এবং শুভম।
অর্জুন জানিয়েছে, অনিল আর শুভম সকলের সামনে তার ওজন নিয়ে মস্করা করে অপমান করে। পুলিশকে অর্জুন বলে, ‘খাবার সময় ওরা আমার ওজন নিয়ে মজা করেছিল। আমি আপত্তি করেছিলাম। অন্যরা ওদের কথা শুনে হাসাহাসি করছিল।’
অর্জুন আরও জানায়, ‘উপস্থিত সকলে ঝামেলা থামিয়ে দেয়। কিন্তু আমি ঠিক করে ফেলি ওদের শেষ না করে ছাড়ব না।’
অর্জুন তার হেনস্তা হওয়ার কথা আরেক বন্ধু আসিফকে জানায়। এরপরই বদলা নিতে অনিল-শুভমের গাড়ির পিছনে আরেকটি গাড়ি নিয়ে ধাওয়া করে অর্জুন-আসিফ। শেষ পর্যন্ত ২০ কিলোমিটার ধাওয়া করে তেন্দুয়া টোল প্লাজার কাছে অনিল-শুভমকে ধরে ফেলে তারা। পুলিশকে দেওয়া বয়ানে অর্জুন বলে, ‘গাড়ি থেকে কলার ধরে টেনে বের করি ওদের। গুলি করি।’
গুরুতর আহত দুজনেরই বর্তমানে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।