দেশের সংবাদ ফিচার্ড

শ্রীমঙ্গলে বিনামূল্যে “শিক্ষাগুরু চক্ষু শিবির

শ্রীমঙ্গলে বিনামূল্যে “শিক্ষাগুরু চক্ষু শিবির, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক টেস্ট অনুষ্ঠিত
 
আর্ত মানবতার সেবায় নিয়োজিত শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস সেইভ এর আয়োজনে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বুধবার ১৪ মে সকালে বিরূপ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী বিনামূল্যে “শিক্ষাগুরু চক্ষু শিবির, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক টেস্ট” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 
কানাডা ও ইংল্যান্ড প্রবাসী প্রফেসর কল্যাণ সোম, বিজয়ভূষণ চৌধুরী, বিজয় রায়, খোকা পাল, রজত পাল, প্রফেসর মানস লাল সোম, প্রকৌশলী মোঃ আব্দুল কাদির, যোশেফ দাশগুপ্ত যশো, তাপস চৌধুরী, বাপ্পি বিশ্বাস, জনাব হাশেম, উজ্জ্বল নন্দী, আশীষ পাল, ইন্দ্রজিৎ মিত্র, তানহার হোসেন জাহাঙ্গীর, মিঃ ডন কোবার্গ, মিসেস ভ্যালেরি কোবার্গ, মিসেস ডোনা হ্যামিল্টন, মিঃ জিম হ্যামিল্টন, সত্যরঞ্জন পাল কালিয়া  ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়ানসদের আর্থিক সহযোগিতায় চক্ষু শিবিরে আসা প্রায় আট শতাধিক রোগীর মধ্যে পাঁচ শত রোগীকে বিনামূল্যে চশমা, ঔষধ, চিকিৎসা এবং অর্ধশত রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়। আর এ সেবা প্রদান করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
এছাড়াও তিন শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক টেস্ট করা হয়।
 
চক্ষু শিবির উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান 
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সেইভ শ্রীমঙ্গলের সভাপতি মোঃ মনসুর ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।  লেখক ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আব্দুন নুর (বড় হুজুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস নিজামী, প্রাক্তন শিক্ষক বেনুধর ভট্টাচার্য, বিএনএসবি চক্ষু  হাসপাতালের ডাঃ অঞ্জন দেবনাথ প্রমুখ।
 
অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী প্রয়াত অনুপ বিশ্বাস আবু এর পরিবারবর্গ আপ্যায়নের ব্যয়ভার বহন করেন।
 
দিনব্যাপী অনুষ্ঠানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীছড়াও সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত  ছিলেন।
সংবাদটি শেয়ার করুন