অবিশ্বাস্য হলেও সত্য ফিচার্ড

কাঁঠাল খেয়ে বাস চালানোয় কেন গ্রেপ্তার হলেন তিন চালক!

jackfruit

কাঁঠাল খেয়ে বাস চালানোর পর তিন চালক গ্রেপ্তার হয়েছেন। মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছেন কি না, তা পরীক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। সেই সময় সরকারি বাসের ওই চালকদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাদের বলা হয়, মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে।

ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদন অনুসারে, পুলিশ সদস্যদের এমন দাবি শুনে স্তম্ভিত হয়ে যান বাসচালকরা। তারা পাল্টা দাবি করেন, মদ্যপান করেননি। পুলিশ সদস্যরা তখন তাদের ব্রেথ অ্যানালাইজারে ফুঁ দিতে বলেন।

সঙ্গে সঙ্গে যন্ত্রটি ইঙ্গিত দেয়, তারা মদ্যপান করেছেন। বাসচালকরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না, কিভাবে এটা সম্ভব হচ্ছে। এ সময় তিনজনই পুলিশকে জানান, দুপুরে তারা কাঁঠাল খেয়েছিলেন। মদ্যপান করেননি।

গণমাধ্যমটির তথ্যমতে, কাঁঠালের মধ্যে শকর্রা বা চিনির পরিমাণ বেশি থাকে। কাঁঠালের মধ্যে শর্করার পরিমাণ বেশি থাকায়, এটি একটি প্রাকৃতিক ফারমেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। কাঁঠালের মধ্যে যে ফ্রুকটোজ ও গ্লুকোজ রয়েছে, ফার্মেন্টেশনের মাধ্যমে তা ইথানলে রূপান্তরিত হয়। যখন কাঁঠাল খুব বেশি পেকে যায় কিংবা সঠিকভাবে সংরক্ষণ করা না হয়, তখনই এমন ঘটনা ঘটে। তখন যদি ব্রেথ অ্যানালাইজারে কারো শ্বাস পরীক্ষা করা হয়, তখন সেটি কাঁঠালে থাকা গাঁজানো শর্করাকে অ্যালকোহল হিসেবে চিহ্নিত করে।

আর সে জন্যই তিন চালক মদ্যপান না করেও ব্রেথ অ্যানালাইজারে মদ্যপ হিসেবে ধরা পড়েছেন বারবার।

চালকরা যখন জানান, তারা কাঁঠাল খেয়েছিলেন, তখন ব্রেথ অ্যানালাইজারের পরীক্ষায় পাশ করা অন্য এক গাড়ির চালককে কাঁঠাল খাওয়ানো হয়। তারপর পরীক্ষা করতেই দেখা যায়, ব্রেথ অ্যানালাইজার তাকেও মদ্যপ বলে ইঙ্গিত করছে।

আসল বিষয়টি প্রকাশ্যে আসার পর তিন চালককে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে আনন্দবাজার।

সূত্র: কালের কন্ঠ

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন