সাহিত্য ও কবিতা

করোনার পতন আসন্ন ! | রনজিত মজুমদার 

করোনার পতন আসন্ন ! | রনজিত মজুমদার 

 


করোনার তান্ডব কমেই যাবে আজ অথবা কাল,

আশাবাদী মানুষও ভুলে যাবে করোনার সব জঞ্জাল।


হয়তো এরি মাঝে, কোঁটি প্রাণ যাবে চলে,

তবুও মানুষ করোনা মুক্ত হবে, ইতিহাস তাই বলে।


করোনা তোমার ভয়ে আজ মানুষ সাময়িক গৃহবন্দি,

দিন আসছে, মানুষেরই ভয়ে তুমিই করবে সন্ধি ।


তোমার ভয়ের টুটি চাপিয়ে তোমারেই করবে লয় ,

জাগছে মানুষ, জাগছে বিজ্ঞানী হতেই হবে তার জয় ।


 

 

মন্ট্রিয়ল, কানাডা। ২৮—০৪—২০২০( করোনা বর্ষ )

 

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন