বিশ্ব

ব্রিটেন স্কুল ও দোকান খুলবে জুনে

ব্রিটেন স্কুল ও দোকান খুলবে জুনে
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

ব্রিটেন বদলাবে করোনার অভিজ্ঞতা থেকে, স্কুল ও দোকান খুলবে জুনে

ব্রিটেন স্কুল ও দোকান খুলবে জুনে ।।  ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, মহামারী করোনা ভাইরাসের অভিজ্ঞতা থেকে তার দেশ বদলাবে। তিনি ধাপে ধাপে লকডাউন শিথিলের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি অ্যালার্ম সিস্টেমের কথাও জানিয়েছেন। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বরিস জনসন এই নতুন পরিকল্পনার কথা জানান। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, লকডাউন একবারে বাদ দেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে উঠিয়ে দেওয়া হবে করোনা ভাইরাসের বিস্তারের প্রতি লক্ষ্য রেখে। তিনি জানান, ইংল্যান্ডে পহেলা জুন থেকে প্রাইমারি ও নার্সারি এবং দোকান আংশিক খুলে দেওয়া হবে। কিছু ক্যাফে এবং রেস্তোঁরা জুলাই থেকে এবং আগামী বুধবার থেকে ইংল্যান্ডে বাইরের কিছু কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে।ব্রিটেন স্কুল ও দোকান খুলবে জুনে  এই বিশ্বাসকে সামনে রেখেই  বরিস সবাইকে ঘরের ভেতর থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তিনি সবকিছু করার আগে বিজ্ঞানীদের পরামর্শ নেবেন। ‘স্টে হোম’ এর পরিবর্তে ‘স্টে অ্যালার্ট’ জারি করার পর বরিস জনসন সমালোচনার মুখে পড়েন। এরপরই তিনি এই বক্তব্য দেন। বরিস বলেন, এই পৈশাচিক অবস্থা থেকে উত্তোরণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নতি ঘটানো হবে। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতের ব্রিটেন আগের চেয়ে অনেক ভাল ও শক্তিশালী হবে।

 

সংবাদটি শেয়ার করুন