মধু মাসে করোনার পদার্পণ || বিশ্বজিৎ মানিক
—————————— ——-
বৈশাখ বিদায় নিল – আসলো মাস জৈষ্ঠ্য
লক্ষ লক্ষ প্রাণ হলো – অকাতরে নষ্ট ।
আজ হলো, মধু মাস – জৈষ্ঠ্য মাসের শুরু
করোনার অত্যাচারে প্রাণ- করে ধুরু ধুরু।
জৈষ্ঠ্য মাসে গাছে গাছে – কতো ফল পাকে
দেখা যায় গ্রাম গঞ্জে – গাছের শাখে শাখে।
আনন্দের দিন, হলো আজ – হতাশায় ভরা
করোনায় কেড়ে নিল – আনন্দের ধারা।
পৃথিবীর মানুষ আজ – করছে হাহাকার
আর তুমি, করো না গো – এতো অত্যাচার।
দয়া করে, আর কারো – দিও না গো কষ্ট
বিশ্বের মানুষ গুলো – বিধাতার ই সৃষ্ট।
আঘাত করছো তুমি – মারছো নির্বিচার
কারবালা’র ময়দানে যা – করে নাই সীমার।
আমার দেশেও আজ – তোমার সংক্রমণে
আক্রান্ত আর মৃত্যু হার – বাড়ছে দিনে দিনে।
পহেলা বৈশাখে ছিল – আটশো আক্রান্ত
ঊনচল্লিশ জনের মৃত্যু হয় – সেদিন পর্যন্ত।
পহেলা জৈষ্ঠ্যে সংক্রমণ – ছাড়ায় বিশ হাজার
জানিনা করোনা তোমার – এ কেমন বিচার?
এ পর্যন্ত মরে লোক – প্রায় তিনশো জন
এই হলো আমার দেশে – করোনার আক্রমণ।
প্রতিদিন বেড়ে চলে – সংক্রমণের হার
এর থেকে পাওয়া যায় – কি করে নিস্তার?
সামাজিক দুরত্বের কথা – বলে যান সবে
জীবন ও জীবিকার সংস্থান – কি করে যে হবে?
মানুষেরা কান্নাকাটি – করছে নিত্যদিন
এ কেমন ভাইরাসের জন্ম – দিলো গণচীন?
সংক্রমণের গতিরোধ – করো বিধাতা
না হলে ধ্বংস হবে – মানব সভ্যতা।
১৫.০৫.২০২০