সাহিত্য ও কবিতা

খোকাবাবু সমাচার ||  বিশ্বজিৎ মানিক

খোকাবাবু সমাচার ||  বিশ্বজিৎ মানিক
————————–

খোকাবাবু’র বাড়িখানা – শহরের পাশে
পিচঢালা পথ ছেড়ে – কিছু যান ঘাসে।

ফলের বাগানে ভরা – খোকাবাবু’র বাড়ি
পুকুর গুলো যেন তার – মাছদে’র  হাঁড়ি।

পাখিদের কলরবে – প্রাণ ভরে যায়
ফুলের বাগানে বসে – অলি গান গায়।

খোকাবাবু অফিসের – ছোট অফিসার
বাড়িতে সময় হয় – বিকেলে আসার।

ছুটির দিনগুলোতে – বাড়িতেই থাকেন
মাছ ধরে দিতে তিনি – জেলেদের ডাকেন।

মাঝে মাঝে কোনদিন – পুকুরে তে যান
বিভিন্ন প্রজাতির মাছ – বড়শি’তে উঠান।

বাগানে ফলের সমারোহ – খুব বেশী তার
এগুলো বিক্রয়ে আবার – নিষেধ আছে মা’র।

বাগানে তে ধরে তার – যতো কিছু ফল
চার ভাগের তিন ভাগ – খায় পাখির দল।

বুলবুলি, কাক আর – বাদুড়ে’রা মিলে
পাকা ফল বসে খায় – নানান কৌশলে।

বাগানে সবজিও – কিছু কিছু ফলে
বর্গাদার প্রয়োজনে তাহা – ঘরে দেয় তুলে।

গরুগুলো দেখে রাখে – ভাতিজা কাওসার
অর্ধেক দুধ দেয় – হয়ে যায় খোকার ।

পদোন্নতি পেয়ে খোকার – পোস্টিং ভিন্ন জেলায়
বাড়ি ছাড়া খোকাবাবু – মহা সমস্যায়।

বাড়িতে আছে তার – স্ত্রী ও এক কন্যা
এদের নিয়েই ছিল – আনন্দের বন্যা।

স্ত্রী কন্যা এখন তার – বাড়িতেই থাকেন
সপ্তাহান্তে খোকাবাবু – ছুটি হলে আসেন।

কাংখিত ছিল খোকার – পদোন্নতির পদ
পদায়ন ভিন্ন জেলায় – তাই হলো বিপদ।

শ্বশুরের জেলাতে তার – ছোট বোনের বাড়ি
বোনের বাড়িতেই এখন – খোকাবাবু’র হাঁড়ি।

বিনামূল্যে থাকা খাওয়ার – আছে বন্দোবস্ত
ভাইয়ের তদারকি এখন – বোনের উপর ন্যাস্ত।

করোনার ছুটি কালে – বাড়িতেই বসে
ধান্ধাবাজি করেন খোকা – রসে ও বিরসে।

খোকাবাবু’র ইতিহাস – হলো কিছু লেখা
বাকি সব হবে পরে – যবে হবে দেখা।

১৬/০৫/২০২০ খ্রিস্টাব্দ।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন