সাহিত্য ও কবিতা

কামাল লোহানী  ||||  বিশ্বজিৎ মানিক

নমস্য কামাল লোহানী  ||||  বিশ্বজিৎ মানিক

কামাল লোহানী, তুমি ছিলে – সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির – তুমি ছিলে মহাপরিচালক।
তুমি ছিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের – সংবাদের প্রধান

করেছো পালন, নিষ্ঠার সাথে – অর্পিত দ্বায়িত্ব মহান।


বিজয়ের বারতা শুনিয়েছিলে তুমি – স্বাধীন বাংলা বেতারে
সাংবাদিকতায় সরকার তোমায় – একুশে পদকে ভূষিত করে।
চির বিদায় নিলে তুমি – বিশ জুন দুই হাজার বিশ
মৃত্যুর কারণ হয়ে এসেছিল – মহামারী কোভিড ঊনিশ।

শিশু শিক্ষা ছিল তোমার – ভারতের কলকাতায়
ভারত ভাগের পরে আটচল্লিশে – চলে এসেছিলে তুমি পাবনায়।
ভাষা আন্দোলনে ছিল তোমার – সক্রিয় অংশগ্রহণ

তেপ্পান্ন সালে করতে হয়েছিল – তোমায় কারাবরণ।


যুক্তফ্রন্টের রাজনৈতিক মঞ্চে – হয়েছিলে তুমি যুক্ত
বঙ্গবন্ধুর সাথে ছিল তোমার – সম্পর্ক উন্মুক্ত।
আয়ূবের শাসন কালে করতে হয় – তোমাকে আত্মগোপন

তুমি ছিলে সাংস্কৃতিক জগতের –  অতীব আপনজন।


রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনে ছিল – সরকারি নিষেধাজ্ঞা
ছায়ানটের নেতৃত্বে করেছিলে – নিষেধাজ্ঞা তুমি অবজ্ঞা।
জন্ম ছিল তোমার সিরাজগঞ্জ জেলার – সনতলা গ্রামে

সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা তুমি – পরিচয় নিজ নামে।


তুমি বলেছিলে, জীবন হতে হবে – দেশ ও দশের জন্যে
আলোকবর্তিকা হয়ে, তোমার এ বাণী – থাকবে হে বরণ্যে।
তুমি ছিলে শব্দসৈনিক – কলম যোদ্ধা আপাদমস্তক

তোমার মহাপ্রয়াণে, পরম শ্রদ্ধায় – নিবেদিত পুষ্পস্তবক।


তুমি গ্রন্থনা, উপস্থাপনা ও – আবৃতিতে ছিলে অগ্রগণ্য
আমি সামান্য সাহিত্যপ্রেমী – তোমাকে অনুসরণে হই ধন্য।
বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব – করেছিলে তুমি পালন

শেতশুভ্র মানুষ তুমি, করেছ শুধুই – মানবতার লালন।


সভাপতি হয়েছিলে তুমি – উদীচী  শিল্পী গোষ্ঠীর
মানসপটে স্ফুলিঙ্গ ছিল তোমার – নব উল্লাস সৃষ্টির।
অভিনয় ও নাটক পরিচালনায় – ছিলে তুমি আলোর পথযাত্রী

প্রতিভাধর তুমি, স্বয়ং গড়েছিলেন – যেন বিশ্ববিধাত্রী।


সম্মিলিত সাংস্কৃতিক জোটের – তুমি ছিলে বলিষ্ঠ উপদেষ্টা
মন ও মননে ছিলে আলোকিত – মানুষ গড়ার সপ্ন দ্রষ্টা।
অন্যতম উপদেষ্টা ছিলে তুমি – ঘাতক দালাল নির্মূল কমিটির

তোমার মরণে অপূরনীয় ক্ষতি – হয়ে গেল এ জাতির।


২৩/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন