ব্রাজিলের আমাজানে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এই ভাইরাস থেকে বাঁচতে জনপদের কাছাকাছি থাকা আদিবাসী গ্রামগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানকার হাজার হাজার আদিবাসী গভীর জঙ্গলে চলে যাচ্ছে। খবর জি নিউজের।
আমাজনে আদিবাসীদের তেমনই একটি গ্রাম ক্রুজইরিনহো। সেই গ্রাম এখন ফাঁকা। করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে ওই গ্রামের সবাই আমাজনের গভীরে চলে গিয়েছেন। আরেকটি গ্রাম উমারিয়াকাও। তারও অবস্থা প্রায় একই রকম। ক্রুজইরিনহো থেকে সেখানে নৌকায় যেতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। মিজুরানা উপজাতিদের বাস করে। এই গ্রামের মোট ৩২টি পরিবারের মধ্যে ২৭ টি আরও গভীর জঙ্গলে চলে গেছে।
দেখা গেছে, পেরু ও কলম্বিয়া সীমান্তের কাছে থাকা উত্তর ব্রাজিলের পাঁচ হাজার হেক্টর এলাকাজুড়ে ছড়ানো আদিবাসী গ্রামগুলো প্রায় ফাঁকা।
ব্রাজিলের ইনডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখনও পর্যন্ত আমাজনের সাত হাজার সাতশো জন আদিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫০ জন।
-বিডি প্রতিদিন
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন