নিউইয়র্কে সম্প্রতি হয়ে যাওয়া ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ থেকে জুডিশিয়াল ডেলিগেট পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মাহফুজুল রহমান ইমরান। ডাকযোগে পাঠানো ভোট গণনার আগেই কেন্দ্রে এসে ভোট প্রদানকারীদের ২ হাজার ৬৮২ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
জ্যামাইকার বাসিন্দা ইমরানের জন্ম ১৯৯১ সালে এবং তার বাবা কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়েবুর রহমান হারুন এর আগের নির্বাচনে সিটি কাউন্সিলে ডেমক্র্যাটিক পার্টি থেকে লড়েছেন।
প্রসঙ্গত, ২৩ জুন দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে কংগ্রেস, স্টেট এ্যাসেম্বলি এবং স্টেট সিনেটে বেশ ক’জন বাংলাদেশি লড়েছেন। নির্বাচনে একই এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থেকে নিউইয়র্ক স্টেট ডেমক্র্যাটিক কমিটিওম্যান হিসেবে মনোনীত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান জামিলা এ উদ্দিন। কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির অকুণ্ঠ সমর্থনে গুরুত্বপূর্ণ এ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া সম্ভব হয়েছে।
এদিকে, কুইন্স বরো প্রেসিডেন্টের মনোনয়নে তৃতীয় মেয়াদের জন্যে কমিউনিটি বোর্ড মেম্বার হয়েছেন এ কে এম নূরল হক। বাংলাদেশি-আমেরিকান শাহজাহান শেখও তৃতীয়বারের মত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১ এর মেম্বার মনোনীত হয়েছেন।
জ্যাকসন হাইটস সংলগ্ন সানিসাইড নিয়ে গঠিত কম্যুনিটি বোর্ড-২ এ পুনরায় মেম্বার পদে অধিষ্ঠিত হয়েছে ওসমান চৌধুরী। ব্রঙ্কসে এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৯৭ এর ডিস্ট্রিক্ট লিডার পদে জয়ী হতে না পারলেও কমিউনিটির সুপরিচিত মোহাম্মদ এন মজুমদার আবারও কমিউনিটি বোর্ড মেম্বার-৯ এ মনোনীত হয়েছেন।
এছাড়া আগে থেকেই কমিউনিটি বোর্ডে আরও রয়েছেন আব্দুর রহিম হাওলাদার, আহসান হাবীব, মামনুনুল হক, আব্দুল মুকিত চৌধুরী, শাহনেওয়াজ, মোহাম্মদ আলী প্রমুখ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন