CBNA English NEWS প্রবাসের সংবাদ ফিচার্ড

Bangladesh Embassy calls for global recognition of Genocide Day

Bangladesh Embassy calls for global recognition of Genocide Day

On March 25, 2023, the Bangladesh Embassy in Mexico City observed Genocide Day with solemnity and gravity, in memory of the millions of innocent Bengali civilians who were brutally massacred by the Pakistani aggressors during the Liberation War of Bangladesh in 1971. The Embassy commemorated the day with a series of events aimed at highlighting the importance of human rights, democracy, and the rule of law.

The day commenced with the hoisting of the national flag at half-mast by Ambassador Abida Islam with the national anthem, followed by a minute of silence in the presence of all embassy officials. Messages from the Honorable President and Prime Minister were read out, and a special prayer was offered to the martyrs of the genocide.

In collaboration with the Centre for Asian and African Studies at El Colegio De Mexico, the Embassy organized a seminar titled “Recognizing the 1971 Bangladesh Genocide: An Appeal for Rendering Justice” on March 27, 2023. The keynote speech was presented by Imtiaz Ahmed, Professor of International Relations and Director of the Centre for Genocide Studies at Dhaka University, who provided further insights into the genocide in Bangladesh and the ongoing efforts for its international recognition. Professor Ishita Banerjee from the Centre for Gender Studies also participated as a panelist. The event was moderated by Professor Roberto García, Director of the Centre for Asian and African Studies José Antonio Cervera, and other members of the center, along with students in attendance.

In her speech, Ambassador Abida Islam paid a heartfelt tribute to the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the martyrs of the liberation war, emphasizing the unprecedented scale of violence and the importance of human rights, democracy, and the rule of law.

To promote cultural exchange, the Embassy inaugurated a two-week-long exhibition on Bangladeshi books and crafts at the prestigious Daniel Cosio Villegas Library of ColMex, which was inaugurated by the General Academic Coordinator of Colmex Ana Covarrubias, Director of the Colmex Library Micaela Chávez, and Director of the Centre for Asian and African Studies José Antonio Cervera. The Embassy also donated publications to serve as a resource for the students of ColMex, providing them with an opportunity to learn more about Bangladesh and its people.

The Bangladesh Embassy in Mexico City urges the world community to recognize Genocide Day and to render justice to the victims of the 1971 Bangladesh Genocide.

বাংলাদেশের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির আহবান

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার  লক্ষ লক্ষ নিরীহ বাঙালি বেসামরিক নাগরিকদের স্মরণে গত ২৫ শে মার্চ, ২০২৩ তারিখে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস  যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  গণহত্যা দিবস পালন করে।   মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে দূতাবাস বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপরে, এ দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং দূতাবাসের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।  সেইসাথে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

কোলেহিও ডি মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সাথে যৌথ উদ্যোগে  দূতাবাস ২৭শে মার্চ, ২০২৩ তারিখে, “Recognizing the 1971 Bangladesh Genocide: An Appeal for Rendering Justice” শীর্ষক  একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ যেখানে তিনি ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত  সকল গণহত্যার বিশদ বর্ণনা করেন এবং আন্তর্জাতিক মহলে গণহত্যার স্বীকৃতি আদায়ে বর্তমান নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। সেন্টার ফর জেন্ডার স্টাডিজের অধ্যাপক ঈশিতা ব্যানার্জি প্যানেলিস্ট হিসেবে অংশ নেন। সেমিনারটি সঞ্চালনা  করেন অধ্যাপক রবার্তো গার্সিয়া। এসময় সেন্টার ফর এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের পরিচালক হোসে আন্তোনিও সেরভেরা সহ সেন্টারটির অন্যান্য সদস্য এবং শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে একাত্তরের ২৫ মার্চের কালরাতে গণহত্যার শিকার সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের গণহত্যার  অকল্পনীয় ভয়াবহতা, মানবাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের উপযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ধারাবাহিকতায় কোলেহিও ডি মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের  মর্যাদাপূর্ণ পাঠাগার ‘দানিয়েল কসিও ভিয়েগাস  লাইব্রেরি’- তে দূতাবাস দুই সপ্তাহ-ব্যাপি একটি বাংলাদেশী বই ও হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করে। উক্ত প্রদর্শনীর উদবোধন করেন উক্ত বিশ্ববিধ্যালয়ের একাডেমিক কো-অর্ডিনেটর  এনা কোভাররুবিয়াস, পাঠাগারের পরিচালক মাইকেলা সাভেজ এবং সেন্টার ফর এশিয়ান ও আফ্রিকান স্টাডিজের পরিচালক হোসে আন্তানিও সেরভেরা। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মেক্সিকোর শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ দূতাবাস পাঠাগারটিতে বাংলাদেশ সংক্রান্ত কিছু বই উপহার দেয়, যা  তাদের  resource material হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, দূতাবাস আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতির মাধ্যমে ১৯৭১ সালে নিহতদের প্রতি ন্যায় বিচার প্রদানের আহবান জানায়।

 


এস.এস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন