কানাডার সংবাদ

“Enough is enough. Go home and stay home.”-জাস্টিন ট্রুডো

Enough is enough

 

“Enough is enough. Go home and stay home.”-জাস্টিন ট্রুডো  ।।  ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এর বিস্তার ও প্রভাব মোকাবিলার জন্য পরবর্তী জরুরি পদক্ষেপগুলি নিয়ে আজ সোমরার ২৩ মার্চ আবারও জাতির উদ্দেশ্যে বক্তব্য  রাখেন। আজ এ নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরপর ৮ দিন ক্যানাডার জনগণকে হতাশমুক্ত করে তাদের মানসিক স্বস্তি ও আশ্বাস দেবার জন্য জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, ভাষণের পর হাসিমুখে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এ ক্যানাডায় এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন এবং আক্রানত রোগীর সংখ্যা ২০০০ ছাড়িয়েছে ।  এখন পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।২৩মার্চ এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯৫ দেশে দ্রূত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৭৯৬ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে। পাশাপাশি সুখবর হল এই যে, বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৯৯৩ জন । ভয়ের ব্যাপার হল এই যে, ক্যানাডার নিকটতম প্রতিবেশী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৮২২ এবং নিহতের সংখ্যা ৫৮৯ জন ।আজকের ২৩ মার্চের বক্তব্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যানাডার জনগণকে  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দয়া করে  সরকারের দেওয়া Public Health Guidelines মেনে চলার আবারও উদার্থ আহবান জানান এবং যারা সরকারি নির্দেশনা বা Public Health Guidelines না মেনে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান । প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো বলেন, তিনি Weekendএর ভিডিও Imagesএ দেখেছেন যে,  বিশেষজ্ঞদের পরামর্শ না মেনে অনেকেই একসাথে Beach, Park ও Party তে যাচ্ছেন ও নির্বিঘ্নে একএিত হচ্ছেন,  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সতর্ক করে বলেন, আপনাদের কিছুই হবে না তা ভাবাটা একদম ঠিক নয় ।  তার বক্তব্যে জাস্টিন ট্রুডো চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এর দ্রুতবিস্তার রোধে যে কোন মূল্যে Physical distance কার্যকরী করার জন্য প্রত্যেক মানুষকে একে অপরজন থেকে ২ মিটার দূরে অবস্হানসহ  জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ীতে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ।  প্রধানমন্ত্রী সরাসরি আহবান “Enough is enough. Go home and stay home. This is what we all need to be doing, and we’re going to make sure this happens, whether by educating people more on the risks, or by enforcing the rules, if that’s needed. Nothing that could help is off the table.” তার সহযোগী যোদ্ধাদের প্রতিটি কাজের সন্মান দিয়ে মূল্যায়নও করছেন । বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এর বিস্তার ও প্রভাব মোকাবিলার ঝুকি নিয়ে যে সকল ডাক্তার,নার্স ও Health Care Workers ও Emergency other service এ  কাজ করে যাচ্ছেন, ক্যানাডার প্রধানমন্ত্রী তাদের কাজের আবারও মূল্যায়ন ও প্রশংসা করেছেন এবং Physical distance মেনে ঝুকি না বাড়িয়ে তাদের সহযোগিতা করতে বলেন । ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো  আরও জানান, কোভিড -১৯-এর বিস্তার ও প্রভাব মোকাবিলার জন্য জনগনের বৃহওর সার্থে পরবর্তী জরুরি অর্থনেতিক পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য আগামী মঙ্গলবার পার্লামেন্টের জরুরী  অধিবেশন আহবান করছেন । প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তিনি Provincial Premier দের সাথে এ ব্যাপারে কথা বলবেন আজ । তিনি এহেন বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এর দ্রুত বিস্তার ও প্রভাব মোকাবিলায় বাড়ীতে বা Care Centreএ না গিয়ে Telephoneএ বয়স্ক বা অন্যদের শুভেচ্ছা জানাতে অনুরোধ করেন । তিনি আবার আশ্বাস দিয়ে বলেছেন, বিদেশে আটকেপড়া কানাডিয়ানদের দেশে ফিরিয়ে আনতে আরও বেশি ফ্লাইটের ব্যবস্হা সহ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান মন্ত্রী প্রতিদিনই সংবাদ সম্মেলন করে আপডেট দিচ্ছেন। ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও বলেন, কানাডায় বৈশ্বিক মহামারী কোভিড -১৯-এর বিস্তার ও প্রভাব মোকাবিলায় Vaccine ও গবেষনার জন্য $২৭৫ মিলিয়ন ডলার এবং Vaccine এর জন্য $১৯২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে ।এক কথায় জনগণের বৃহওর স্বার্থে সরকারের পক্ষে যা কিছু করা সম্ভব তার সরকার সবকিছু করবে বলে জনগণকে আবারও আশ্বাস দিচ্ছেন সরকার ।

কানাডা সরকারের প্রতিটি দপ্তর এই মহামারীরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখন আপনাদের সহযোগিতাও প্রয়োজন।

অপরদিকে মন্ট্রিয়লের পুলিশ প্রধান বলেছেন দু’জনের বেশি একসঙ্গে থাকলেই এক হাজার ডলার জরিমানা করতে বাধ্য হবেন। কানাডার অন্যান্য প্রভিন্সের মতো ক্যুইবেক প্রভিন্সেও রেস্টুরন্টসহ প্রায় সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে ।

সিঅ/এসএস

 



 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =