সৌদি আরবে নারী অধিকারকর্মীকে কারাদণ্ড
সৌদি আরবে এক নারী অধিকারকর্মীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। লুজাইন আল-হাথলুল নামে ওই নারীকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। সোমবার আদালত তার পাঁচ বছর আট মাসের কারাবাসের রায় দেন।
৩১ বছর বয়সী হাথলুলের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার মতো অভিযোগও রয়েছে। খবর বিবিসির
তবে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা অভিযোগগুলোকে স্রেফ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় অধিকারকর্মীরা হাথলুলের মুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন পদেক্ষপ নেওয়ার কাজও শুরু করা হয়েছে।
হাথলুল একাই শুধু অভিযুক্ত নন, তার সঙ্গে আরও কিছু নারীর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
বিভিন্ন সংস্থার প্রতিবাদ অগ্রাহ্য করে সোমবার দেশটির আদালত তাকে ওই দণ্ড দেন।
হাথলুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। তার পরিবারও তাকে নির্দোষ দাবি করে মুক্তির দাবি জানিয়েছে। তারা জেল হাজতে তার ওপর শারীরিক নির্যাতনের কথা বললেও আদালত তাদের দাবি নাকচ করে দিয়েছেন।
মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, হাথলুলের শাস্তি আন্তর্জাতিক আইন অনুসারে দেওয়া হয়নি।
সৌদি আরবের বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের পর হাথলুলের কারাদণ্ড দেশটির ভাবী প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। বাইডেন প্রশাসনের সঙ্গে হাথলুলের শাস্তি নিয়ে সৌদি আরবের মতান্তরের আশঙ্কাও করা হচ্ছে। বাইডেন এরই মধ্যে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন