সাহিত্য ও কবিতা

অপুদা’র স্মৃতি |||||   বিশ্বজিৎ মানিক


অপুদা’র স্মৃতি |||||   বিশ্বজিৎ মানিক


কমরেড অর্ধেন্দু বিকাশ দেবরায়
তাঁর কথা কি ভুলা যায়
তিনি ছিলেন শান্তিবাগের ছেলে –
কুশলাদি জেনে নিতেন পেলে।


পড়াশোনা করে শেষ
সমাজ কর্মে মনোনিবেশ
বিয়ে পূজা যেথায় যখন লাগে –
পাওয়া যেত তাঁকে সবার আগে।


সংস্কৃতিতে ছিল মন
ছায়ানীড়ের সভ্য হন
খেলাঘর আর ছাত্র ইউনিয়নে –
নেতৃত্ব দেন শিশু কিশোর আন্দোলনে।


অভিনয়ে ছিলেন দক্ষ
কেউ ছিল না সমকক্ষ
সংলাপ গুলো আসলে ভেসে কানে –
হাসির দোলা জাগিয়ে দিতো প্রাণে।


ছোটদেরে দিতেন শিক্ষা
সমাজ বিপ্লবের নিয়ে দীক্ষা
মেহনতির অধিকারের তরে –
কেমন করে রাখতে হবে ধরে।


বিশ্বাস ছিল তাঁর প্রবল
অর্ধেন্দু বিকাশ অবিচল
বলার যাহা বলেই দিতেন খোলে –
স্মৃতি পটে আজও ভাসে দোলে।


করবে কিছু মনে আশা
মাতা পিতার ভালোবাসা
আশার মাঝেই গুড়ে হলো বালি –
অকালেই তাঁর প্রাণটি গেল চলি।


কতো ছিলেন স্বজন আপন
চৌত্রিশ বছরের ক্ষীণ জীবন
সড়কে প্রাণ ঝরে গেল তাঁর –
সব নয়নেই নামলো এসে  আধার।


সাতাশতম মৃত্যু দিনে
সমাজ তোমায় রাখছে মনে
যে সমাজকে গড়তে চেয়েছিলে –
তোমার ছবি সাজিয়ে দিলাম ফুলে।


১৬/০৯/২০২০ খ্রিস্টাব্দ।




সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

সংবাদটি শেয়ার করুন