খেলা ফিচার্ড

অলিম্পিকে ইতিহাস গড়ল ১৩ বছরের কিশোরী

ছবি : ইন্টারনেট

অলিম্পিকে ইতিহাস গড়ল ১৩ বছরের কিশোরী

বয়স শুধুমাত্র যে একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করে দিল জাপানের মমজি নিশিয়া। ১৩ বছর বয়সী এ কিশোরী জিতলো টোকিও অলিম্পিকের স্বর্ণপদক। তবে একটুর জন্য বিশ্বরেকর্ড গড়া হয়নি।

সোমবার মেয়েদের স্কেটিংয়ে স্বর্ণপদক জিতেছেন জাপানের এ কিশোরী। ১৩ বছর ৩৩০ দিনে অলিম্পিকের পদক পায় মমজি। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের স্প্রিংবোর্ড ডুবুরি স্বর্ণপদক পেয়েছিল ১৩ বছর ২৬৮ দিনে। যা এখনও অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ড হয়ে আছে। ফলে মমজি নিশিয়ার কীর্তি দুই নম্বরে জায়গা করে নিয়েছে।

তা-ও কম কিসের। প্রথমবার স্কেটিং যুক্ত হয়েছে অলিম্পিকে। প্রথম আসরের স্বর্ণপদক উঠল তার গলায়। ১৫.২৬ স্কোর গড়ে স্বর্ণপদক পায় সে। ১৪.৬৪ স্কোর নিয়ে রৌপ্য পদক পায় ব্রাজিলের রায়সা লিয়াল। মজার তথ্য হচ্ছে, তার বয়সও ১৩ বছর। জাপানের আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা ১৪.৪৯ স্কোর করে জিতেছে ব্রোঞ্জপদক।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন