আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
আফগানিস্তানে দুর্ঘটনার শিকার হয়েছে এক যাত্রীবাহী বিমান। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে বিমানটিতে। এ সময় বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া বিমানটি আরিয়ানা আফগান এয়ারলাইনস এর বোয়িং ৭৩৭-৪০০ মডেলের বিমান। তবে বিবিসি জানিয়েছে, আরিয়ানা আফগান এয়ারলাইনস এ দাবি অস্বীকার করেছে।
গজনির গভর্নরের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হবার খবর পেয়েছেন,
কারিগরি ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বিমানটি। তবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।