অবিশ্বাস্য হলেও সত্য

‘আমার বৈধ জন্মসনদ নেই’

‘আমার বৈধ জন্মসনদ নেই’

এনপিআরকে অমানবিক উল্লেখ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, এটি সবার নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ণ করবে। বলেন, আমি মনে করি এনপিআর একটি বিভ্রান্তিকর ধারণা। ভারতের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, গতকাল বুধবার কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর সভাঘরে পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির যৌথ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন এই মন্তব্য করেন। প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, এনপিআর বৈষম্যমূলক, অসাংবিধানিক ও অমানবিক। এনপিআর ভারতের আদিবাসীদের নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে কী না এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, এটি সবারই নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে।

আদিবাসী ও অ-আদিবাসী সবারই অধিকার ক্ষুণ্ণ করবে। এমনকি, আমার বৈধ জন্মসনদ নেই। আমার মা-বাবার তো জন্মসনদই ছিলো না।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =