দেশের সংবাদ

ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা

ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা

সাংবাদিক ও রাজনীতিবিদ ইসহাক কাজলের মৃত্যুতে
কমলগঞ্জে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।  মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিবিদ ইসহাক কাজলের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ইসহাক কাজল নাগরিক শোকসভা কমিটির আয়োজনে শুক্রবার রাত ৮টায় সাংবাদিকের জন্ম এলাকা পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক এ শোকসভা হয়। শোকসভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক, ভাষা বিজ্ঞানী ও জনসংযোজন বিশেষজ্ঞ ড. সেলু বাসিত।
নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিষ্টার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকান্দর আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, অবসরপ্রাপ্ত  শিক্ষক আব্দুন নূর, রাজনীতিবিদ অলি আহমদ খান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এড. মো. সানোয়ার হোসেন, নূরুল মোহাইমীন মিল্টন, মোস্তাফিজুর রহমান, ওয়ার্কাস পার্টির নেতা আব্দুল আহাদ মিনার ও প্রয়াত ইসহাক কাজলের অনুজ টিপুল আহমদ। সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন আমিনুর রহমান, শিক্ষক ফেরদৌস আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল শ্রমজীবি মানুষের মুক্তির অগ্রপথিক ছিলেন। তিনি বাম প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সিলেট ও মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও গবেষক হিসাবে দীর্ঘদিন কাজ করে গেছেন। ইসহাক কাজল পতনউষার ইউনিয়নের ব্রাহ্মণউষার গ্রামে জন্মগ্রহণ করেন। দুরারোগ্য রোগে গত ১০ ফেব্রুয়ারী লন্ডনে মৃত্যু বরন করেন।

 

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =