এক প্রেম / প্রবীর রঞ্জন মণ্ডল
গা ফুঁড়ে ঢুকে যায় বৃষ্টির দাগ
শরীরকে করে তোলে সরস শীতাতুর
তুমি তো এখন আছো অনেকটা দূর
বৃষ্টিই আমার এক প্রেম অনুরাগ।
ভোর হলে আলোময় সমস্ত শরীর
কামার্ত শরীরে জাগে প্রেমাতুর নেশা
ইভের শরীর নয় জাগে মোনালিসা
চোখেতে সৌন্দর্য মাপি ডানকাটা পরীর।
আমাতে আমি থাকি শরীরেতে টান
চেয়ে দেখি দূরে ওই দুটি সুখ পাখি
ডালে বসে দুজনেতে করে মাখামাখি
লিখে ফেলি চোখ জুড়ে বিরহের গান।
প্রলেপ দেওয়া
চোখের বারান্দায় মেঘ ভাসছে
সমুদ্র উপচান জল কানায় কানায়;
একটু দমকা বাতাস কিংবা ঝড় উঠলেই
নেমে আসবে মাটির কাছাকাছি।
মাটির আত্মপ্রত্যয় বোধ জেগেছে এখন
সরস বিছানায় প্রলেপ দেওয়া কাঁথার মতো
ওম উত্তাপ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে।
ওকে বলে দিও,
সে যেন আসেনা আমার কাছে
গভীর রাতের নির্জন গলিপথ ধরে।
আমার যাত্রাপথ পিচ্ছিল হলে
মুহূর্তে ধুয়ে নেব উপচান জলে।