দেশের সংবাদ

কমলগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও পানির বোতল বিতরণ

কমলগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও পানির বোতল বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন এর লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌরসভা কর্তৃক কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ২৫০জন  শিক্ষার্থীর মাঝে এ টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিনের  সঞ্চালনায় টিফিন বক্স ও পানির বোতল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হক। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক মোঃ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =