কমলগঞ্জে ধর্ষণ-নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
“বন্ধ হোক নারী নির্যাতন,নিশ্চিত হোক দেশের উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ মৌলভীবাজারের আয়োজনে কমলগঞ্জ থানা পুলিশের নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ থানা চত্বরে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর বিটের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান আজাদ, পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট সানোয়ার হোসেন প্রমুখ। র্যালি শেষে সমাবেশ অনুষ্টিত হয়। র্যালি ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। একই সময়ে উপজেলার সবক’টি বিটে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন