করোনায় নিউইয়র্কে শ্বশুরের পর চলে গেলেন পুত্রবধূও!
প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, মৃত্যুর ভয়। উন্নত দেশগুলোতে মানুষজন স্বেচ্ছায় ঘর বন্দী। স্বপ্নের দেশ আমেরিকার স্বপ্নের নগর নিউইয়র্কে আরেকটি বাংলাদেশি পরিবারে করোনাভাইরাসে বিপর্যয় নেমে এসেছে।করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের স্থানীয় সময় ১২ এপ্রিল ( রোববার ) মারা গেলেন তানজিদ রাশেদ নামের আরেক বাংলাদেশি নারী।
তানজিদ রাশেদের স্বামী বিপ্লব করোনায় আক্রান্ত হওয়ার পর তার বাবাও আক্রান্ত হন। গত ৩ এপ্রিল তিনি এই ভাইরাসে মারা যান। বিপ্লব করোনা থেকে মুক্তি পেলেও এখন তার বাবার মতো তার স্ত্রী তানজিদ রাশেদ আক্রান্ত হয়ে ওপারে চলে গেলেন। তাদের দুই সন্তান রয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর মিছিল বাড়ছে। মৃত্যুর এই তালিকায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে বাংলাদেশিদের নাম। শোক গ্রাস করছে পুরো পরিবার, পুরো কমিউনিটিকে। কোথায় গিয়ে এই মিছিল থামবে, জানা নেই কারও।
মৃত্যুশোকের কান্নায় নিউইয়র্কের আকাশ এখন ভারী। এমন এক পরিস্থিতি সেই করোনার ভয়ে কেউ কাউকে পাশে থেকে সমবেদনাও জানাতে পারছে না।
করোনায় নিউইয়র্কে শ্বশুরের পর চলে গেলেন পুত্রবধূও!
একটি মৃত্যুর খবর শোনতে গিয়ে আসছে আরেকটি মৃত্যুর খবর। যুক্তরাষ্ট্রে এ নিয়ে করোনাভাইরাসে ১২৫ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।
আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৬ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জনে। এদিকে, আক্রান্ত ও মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন সবার উপরে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন