কোহলি নয় মুশফিককে অনুসরণ করা উচিত!
মাঠে নেই কোনো খেলা, এমনকি নেই অনুশীলনও। এমন অবস্থায়ও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে বহুবার দেখা মিলেছে মুশফিকুর রহীমের। ছুটি পেয়ে সবাই যখন পরিবারের সঙ্গে সময় কাটান, মুশফিক তখনও নিজেকে সপে দেন অনুশীলনে। ক্রিকেটের প্রতি একাগ্রতা ও খেলাটির জন্য নিজেকে ফিট রাখার তাড়না অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দেশের উঠতি তরুণদের উচিত মুশফিককে দেখে শেখা।
গতকাল (২রা মে) বন্ধু ও সতীর্থ তামিম ইকবালের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডায় মেতে উঠেছিলেন মুশফিক। সেখানে মুশফিকের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী তুই। মাঝেমাঝে অবাক হই, একটা মানুষ এত পরিশ্রম কীভাবে করতে পারে। আমি তো কোনোদিন পারব না।
বিরাট কোহলি বা বড় বড় খেলোয়াড়দের উদাহরণ দেয়, কিন্তু আমাদের দেশেই একটা দৃষ্টান্ত আছে, সেটা তুই। তোকে সবাই অনুসরণ করলে আমাদের বেশি দূর তাকাতে হবে না।’
তামিমের কথার জবাবে মুশফিক বলেন, ‘তুই, সাকিব বা রিয়াদ ভাইয়ের মত আমি এত স্পেশাল ট্যালেন্ট না। এটা আমি সবসময় বিশ্বাস করি। ঐ মেধা পেতে হলে আমাকে বাড়তি কিছু করতে হবে। সেজন্যই এটা করা।’
করোনা ভাইরাসের কারণে বন্ধ খেলাধুলা। পরিবারের সঙ্গে সময় কাটছে ক্রিকেটারদের। অনেকটা একঘেয়ামি জীবন কাটছে তাদের। সেটা থেকে কিছুটা মুক্তি পেতে লাইভ আড্ডায় আসা তামিম-মুশফিকের। বন্ধু মুশফিকের সঙ্গে রসিকতা করে তামিম বলেন, ‘তুই যে এত বেশি বেশি (অনুশীলন, পরিশ্রম) করিস, এতে আমাদের নিজেকে ছোট লাগে, খারাপ লাগে। একটা মানুষ এত বেশি করছে! একটু বুঝেশুনে করিস ভাই আমাদের দিকে খেয়াল রাখিস।’
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন