জনকল্যাণ ? |||| বিশ্বজিৎ মানিক
আমপারা গাঁয়ের সুলতান ছিল
বাদশা মিয়ার ছেলে
চাটুকারি করে কামাই রোজগারে
মোটা হয়ে গেছে ফোলে।
প্রাইমারী স্কুল পাস করে সুলতান
ফুল প্যান্ট পড়ে হাঁটে
শার্টের পকেটে সানগ্লাস থাকে
চলাফেরা তার দাপুটে।
ঠিকাদারির সাথে মাতবরি তার
হয়ে গেছে এখন পেশা
সমাজকল্যাণে ব্রতি হয়ে গেছে
সমাজ সেবা হয়েছে নেশা!
ভাটি জনপদের সুলতান এখন
গেছে হয়ে বড় নেতা
সমস্যার কালে থানা পুলিশ না করে
বলা হয় তার সাথে কথা।
পান খেয়ে সুলতান ঠোঁট লাল করে
বাইক নিয়ে ঘোরে গ্রামে
পথ মাঝে দেখা হলে কারো সাথে
তরা করে যায় নেমে।
উত্থান তার বুঝেনি তো সুলতান
হয়ে গেছে বেশি কতো
মোবাইল ফোনের রিং টোন পকেটে
বেজেই চলেছে অবিরত।
স্থানীয় সরকার নির্বাচনে সুলতান
হয়ে যায় জনপ্রতিনিধি
স্বীয় কল্যাণের স্বপ্নের ব্রত সে
করছে পালন নিরবধি।
জনপ্রতিনিধি হয়ে সুলতান এখন
লুটেপুটে খেতে আছে রত
রডের বদলে বাঁশের ব্যবহার তার
এখন চলছেই অবিরত।
রাস্তায় দেখা হলে পেত যারা আগে
আদাব সালাম প্রতিদিন
যারা তাকে বানিয়েছিল প্রতিনিধি
হয়ে গেছে তারা আজ হীন।
২৫/০৯/২০২০ খ্রিস্টাব্দ।