জাতিসংঘের আদালত এর রুলকে নিজেদের ‘বিজয়’ বলল ইরান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করতে সম্মত হয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত।
বুধবার আদালতের প্রধান বিচারপতি রায় ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র এ বিচারের শুনানি স্থগিত করতে যে আবেদন জানিয়েছিল বেশিরভাগ বিচারক তাকে ন্যায়সঙ্গত মনে করেননি। তারা ইরানের অভিযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছেন।
ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আদালতে ইরানের এ সংক্রান্ত অভিযোগের বিচার না করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছে।
আদালতের এ রায়কে নিজেদের বিজয় বলে উল্লেখ করছে ইরান। খবর টিআরটির।
২০১৮ সালে ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ করেছিল।
সে বছরের ৩ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দিয়েছিল। যদিও ট্রাম্প প্রশাসন এসবের কোনো তোয়াক্কা করেনি।
সূত্রঃ দৈনিক যুগান্তর
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন