বয়স পেরিয়ে গেলেও তারুণ্যের আকাঙ্ক্ষা তাড়া করে ফেরে অনেককেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার প্রতারণার চমকদার ফাঁদ পেতেছিলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের এক দম্পতি- রাজীব ও রশ্মি দুবে। দু’জনে মিলে সম্প্রতি একটি থেরাপি সেন্টার খোলে কানপুরে। সেটাই এই কোটি কোটি টাকার জালিয়াতির এপিসেন্টার। এই থেরাপি সেন্টার মূলত বয়স কমানোর।
দম্পতি দাবি করে, ইসরাইল থেকে একটি মেশিন এনেছেন তারা। টাইম মেশিন। যার ব্যবহারে ৬০ বছরের মানুষকেও ২৫-এর মতো দেখতে লাগবে। অক্সিজেন থেরাপির মাধ্যমে নাকি কমিয়ে ফেলা যাবে বার্ধক্য। তারা নাকি এও দাবি করে, দূষণের জন্য দ্রুত বাড়ছে সকলের বয়স। তাই বয়স থামিয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র অক্সিজেন থেরাপির মাধ্যমে।
পুলিশ জানিয়েছে, তারা এই থেরাপির জন্য ৬ হাজার থেকে ৯০ হাজার পর্যন্ত চার্জ দাবি করেছে। রিওয়ার্ড সিস্টেমও রাখা ছিল এটায়। প্রতারক দম্পতির লক্ষ্য ছিল সেই সমস্ত বয়স্করা, যারা বার্ধক্যে পৌঁছেও যৌবন ফিরে পাওয়ার আকাঙ্খায় আকুল। তাদের কাছে পৌঁছে যেত আকর্ষণীয় মেসেজ-চোখে-মুখে আর থাকবে না বার্ধক্যের ছাপ। ৬৫ বছরের বৃদ্ধ হয়ে উঠবেন ২৫ বছরের যুবক।
কীভাবে? তার নেপথ্যে রয়েছে নাকি ইসরায়েলে তৈরি এই বিশেষ টাইম মেশিন। সেই মেশিনে একবার ঢুকলেই ফিরে আসবে হারানো যৌবন। ধীরে ধীরে সেই ফাঁদে পা দেন বহু বৃদ্ধ-বৃদ্ধা। রেণু সিং নামে এক বয়স্ক নারী পুলিশের কাছে অভিযোগ করেন, দিনের পর দিন তাকে প্রতারণা করে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ৩৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে এভাবেই। অভিযুক্ত দম্পতি বর্তমানে পলাতক। দোষীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সূত্র : এনডিটিভি, মানবজমিনে প্রকাশিত