বিশ্ব

সৌদিতে নারীদের জন্য ডিজিটাল কলেজ চালু

সৌদিতে নারীদের জন্য ডিজিটাল কলেজ চালু

নারীদের জন্য দু’টি ডিজিটাল কলেজ চালু করেছে সৌদি আরব।

গত বুধবার রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে ডিজিটাল কলেজ দু’টির উদ্বোধন করেন দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ। নারীদের আধুনিক প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে এই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। কলেজ দু’টিতে ৪ হাজারের বেশি নারীকে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-এরাবিয়া।

ক্রাউন প্রিন্স সালমান তার ২০৩০ ভিশনের আওতায় আগামী ১০ বছরের মধ্যে ১০ লাখ নারীকে চাকরির সুযোগ করে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

গত জুলাইয়ে জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মিশাল আল-বালাওয়ি এমনটা জানিয়েছিলেন।

এদিকে, আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্থাপিত কলেজগুলোয় প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা ডিগ্রির ব্যবস্থা থাকবে। এসব ডিগ্রির মধ্যে রয়েছে, নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মার্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্নিং ইত্যাদি।

সূত্রঃ বিডি প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন