তিউনিসিয়া উপকূল থেকে ছয় মাসে ৯ শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত তিউনিসিয়া উপকূল থেকেই ডুবে যাওয়া ৯ শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
ইউরোপের উদ্দেশে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনাগুলো ঘটছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল ফেকি বলেছেন, তিউনিসিয়া উপকূল থেকে ডুবে যাওয়া ৯০১ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করেছে। এর মধ্য দিয়ে দেশটির উপকূলীয় এলাকায় অভিবাসীদের মরদেহ উদ্ধারের নজিরবিহীন রেকর্ড হয়েছে।
সাব-সাহারা আফ্রিকা অঞ্চল থেকে প্রায়ই শত শত অভিবাসীকে বহনকারী নৌকা ইতালির উপকূলের উদ্দেশে যাত্রা করে। উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে এসব নৌকা দুর্ঘটনার কবলে পড়ছে।
এশিয়া- আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে তিউনিসিয়া। এসব দেশের অভিবাসীরা আগে ইউরোপের উদ্দেশে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে বেশি যাত্রা করতেন।